গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে হামলার ঘটনায় দেশটির আইনসভা কংগ্রেসের ডেমোক্র্যাট পার্টির সদস্যরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের যে দাবি তুলেছেন, তাতে এবার সমর্থন জানাতে শুরু করেছেন ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির জনপ্রতিনিধিরাও।

কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস সদস্য এবং যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির কন্যা লিজ চেনিসহ অন্তত তিনজন রিপাবলিকান জনপ্রতিনিধি এবং উচ্চকক্ষ সিনেটের একজন সদস্য প্রকাশ্যে জানিয়েছেন, ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাব উত্থাপন করা হলে তার পক্ষে ভোট দেবেন তারা।

যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসে রিচার্ড নিক্সনের পর দ্বিতীয়বার প্রেসিডেন্টের নিজ দলের সদস্যরা তার বিরুদ্ধে অবস্থান নিলেন।

ডোনাল্ড ট্রাম্প অবশ্য দাবি করেছেন , ক্যাপিটল হিলে যারা হামলা করেছে তারা ‘বিশৃঙ্খলা সৃষ্টিকারী লোকজন’ বা ‘অ্যান্টিফা পিপল’। তার ভক্ত বা অনুসারী নয়।

সম্প্রতি এক বিবৃতিতে ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনাকে ‘বিশ্বাসঘাতকতা’ উল্লেখ করে লিজ চেনি বলেন, ‘নিজের কার্যালয় এবং সাংবিধানিক শপথের সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা যুক্তরাষ্ট্রের ইতিহাসে আর কোনো প্রেসিডেন্ট করেননি।’

ওয়াইওমিং রাজ্যের এই জনপ্রতিনিধি এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভসে রিপাবলিকান পার্টির জ্যেষ্ঠ সদস্য লিজ বার্তায় আরো বলেন, ‘ট্রাম্প তার উন্মত্ত সমর্থকদের তলব করেছেন, একত্রিত করেছেন এবং হামলার পথে পরিচালিত করেছেন।’

হাউস অপ রিপ্রেজেন্টেটিভসের অপর দুই রিপাবলিকান সদস্য জন ক্যাটকো এবং অ্যাডাম কিনজিঙ্গারও জানিয়েছেন, অভিশংসন প্রস্তাবের পক্ষে ভোট দেবেন তারা।

কংগ্রেসের নিম্নকক্ষের রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থি, যিনি ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, ইতপূর্বে অভিশংসন প্রস্তাবের বিরোধিতা করেছিলেন। তবে দলের কয়েকজন নেতার সাম্প্রতিক এই অবস্থানের প্রেক্ষিতে তিনিও কোনো মন্তব্য করেননি।

যুক্তরাষ্ট্রের পত্রিকা নিউইয়র্ক টাইমসে দেয়া এক সাক্ষাৎকারে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের রিপাবলিকান সদস্য মিচ ম্যাককোনেল বলেছেন, ডেমোক্র্যাট পার্টির জনপ্রতিনিধিরা ট্রাম্পের অভিশংসনের যে প্রস্তাব এনেছেন, তাতে তিনি সন্তুষ্ট; কারণ এই প্রস্তাব পাস হলে রিপাবলিকান পার্টি থেকে ট্রাম্পকে বহিষ্কার করা সহজ হবে।

তিনি আরো বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে অপরাধ করেছেন তা অবশ্যই অভিশংসনের উপযোগী।

অবশ্য স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় হাউস অব রিপ্রেজেন্টেটিভসের পেনসিলভেনিয়ার রিপাবলিকান জনপ্রতিনিধি ব্রায়ান ফিটজপ্যাট্রিক ক্যাপিটল হিলে হামলার ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে তীব্র নিন্দা জানানো বিষয়ক একটি প্রস্তাব উত্থাপন করেছেন। কংগ্রেসে যদি এই প্রস্তাব পাস হয়, সেক্ষেত্রে এ যাত্রা অভিশংসনের হাত থেকে বেঁচে যাবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

ট্রাম্প যা বলছেন

এদিকে ৬ তারিখে নিজ সমর্থকদের ক্যাপিটল হিলে হামলার ঘটনায় ট্রাম্প অনুতপ্ত কি না- দৃশ্যত তা এখনো অস্পষ্ট।

ওই ঘটনার প্রায় এক সপ্তাহ পর টেক্সাসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কংগ্রেসের অভিশংসনের প্রস্তাবের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘বিপুল পরিমাণ ক্ষোভ এবং বিদ্বেষ থেকে অভিশংসনের এই প্রস্তাব তোলা হয়েছে এবং যারা এটি সমর্থন করছেন, তারা ক্ষোভের বশে একটি ভয়ঙ্কর কাজ করতে যাচ্ছেন।’

গতবছর যারা ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের নামে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে বিশৃঙ্খলা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়েছিলেন, ৬ জানুয়ারি তারাই ট্রাম্পের সমর্থক ‘সেজে’ ক্যাপিটল হিলে হামলা করেছেন দাবি করে ডোনাল্ড ট্রাম্প বলেন,‘ আমি যা বলেছি, তাতে অনড় থাকব। আমি কোনও সংঘাত চাই না।’

গত ৬ জানুয়ারি ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা যখন নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদনের জন্য অধিবেশনে বসেছিলেন, ঠিক তখনই ট্রাম্পের শত শত সমর্থক কংগ্রেসের ক্যাপিটল হিলে ঢুকে পড়েন।

বুধবার দিনের শুরুতে হাজার হাজার ট্রাম্প সমর্থক ‘আমেরিকা বাঁচাও’ নামের একটি গণজমায়েতে অংশ নিতে ওয়াশিংটনে আসেন। প্রেসিডেন্ট ট্রাম্প এই জনসভায় ভাষণ দিয়ে জো বাইডেনের জয় অনুমোদন করার বিরুদ্ধে বক্তব্য রাখেন।

এরপরই সমাবেশের একটু দূরে কয়েকশ' ট্রাম্প সমর্থক ক্যাপিটল ভবনে নিরাপত্তা ব্যারিকেড ভেঙে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন। একপর্যায়ে কংগ্রেসের অধিবেশন চলার মধ্যেই পুলিশের বাধা ভেঙে ক্যাপিটল ভবনে ঢুকে পড়েন ট্রাম্প সমর্থকরা। এ সময় তাদের অধিকাংশের হাতে ছিল ট্রাম্পের পতাকা।

ট্রাম্পের সমর্থক ও হামলাকারীদের সংঘাতে দুই পুলিশ কর্মকর্তাসহ ৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো ১৩ জন।

সূত্র: বিবিসি

এসএমডব্লিউ