বিচারকদের দুর্নীতিগ্রস্ত বলায় শ্রীলঙ্কায় সাবেক মন্ত্রীর কারাদণ্ড
দেশের অধিকাংশ বিচারক দুর্নীতিগ্রস্ত বলে মন্তব্য করায় শ্রীলঙ্কার বর্তমান বিরোধী দল ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) নেতা এবং সাবেক মন্ত্রী রঞ্জন রামনায়েককে চার বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
৫৭ বছর বয়সী রঞ্জন মহানায়েক ২০১৯ সালের নির্বাচনের আগে শ্রীলঙ্কায় ক্ষমতাসীন ইউএনপি সরকারের উপমন্ত্রী ছিলেন। ২০১৭ সালে দেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে দাঁড়িয়ে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেছিলেন তিনি।
বিজ্ঞাপন
এ ঘটনায় দায়ের করা মামলার রায়ে সুপ্রিম কোর্টের বিচারপতি বলেন, ‘অভিযুক্ত ব্যক্তি স্বীকার করেছেন যে তিনি বলেছিলেন- শ্রীলঙ্কার অধিকাংশ বিচারক এবং আইনজীবীরা দুর্নীতিগ্রস্ত। তারা অর্থের জন্য কাজ করেন।’
২০ পৃষ্ঠার ওই রায়ে বিচারপতি আরো বলেন, ‘তার এই বক্তব্য যে আদালতের প্রতি হিংসাত্মক মনোভাবের বহিঃপ্রকাশ তা ইতোমধ্যে প্রমাণিত…এ কারণে তাকে চার বছর কঠোর কারাবাসের সাজা দেয়া হলো।’
বিজ্ঞাপন
২০১৯ সালের নির্বাচনে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার নেতৃত্বাধীন সরকারের পতন হওয়ার পর রঞ্জন মহানায়েকের এক লাখেরও বেশি ব্যক্তিগত ফোনকলের রেকর্ড ফাঁস হয়।
ফাঁস হওয়া সেই রেকর্ডগুলোতে যৌন কেলেঙ্কারিসহ বিভিন্ন দুর্নীতির আলামতের সন্ধান পায় দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ নিয়ে দেশজুড়ে দুর্নামের প্রেক্ষিতে বিব্রতকর অবস্থায় পড়ে তার দল ইউনাইটেড ন্যাশনাল পার্টিও।
এরপর ২০২০ সালে গ্রেফতার করা হয় রঞ্জন মহানায়েককে। আদালত সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে থাকা অভিযোগগুলোর তদন্ত চলছে এখনও।
সূত্র: আলজাজিরা
এসএমডব্লিউ