সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫৭
সিরিয়ার পূর্বাঞ্চলে অস্ত্রাগার এবং দেশটির সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে ইসরায়েলের চালানো বিমান হামলায় অন্তত ৫৭ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার লন্ডনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, ২০১৮ সালের পর সবচেয়ে ভয়াবহ প্রাণঘাতী এই ইসরায়েলি হামলায় সিরিয়ার সরকারি সামরিক বাহিনীর অন্তত ১০ সৈন্য এবং ৪৭ মিত্র যোদ্ধা নিহত হয়েছেন।
এই পর্যবেক্ষক সংস্থা বলছে, সিরিয়া-ইরাক সীমান্তের আল-বুকামাল মরুভূমির কাছের দেইর আজ জর শহরের বিস্তৃত অঞ্চলে বুধবার গভীর রাতে বেশ কিছু টার্গেটে ১৮ বারের বেশি হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, হামলায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৩৭ জন।
বিজ্ঞাপন
লেবাননের হেজবুল্লাহ আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট আধা-সামরিক বাহিনী ও ইরান-আফগানপন্থী যোদ্ধাদের ফাতিমিদ ব্রিগেড সিরিয়ার পূর্বাঞ্চলে নিজেদের কার্যক্রম পরিচালনা করছে, বলছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
ওই হামলার ব্যাপারে অবগত মার্কিন গোয়েন্দা বাহিনীর জ্যেষ্ঠ একজন কর্মকর্তা দেশটির সংবাদ সংস্থা এসোসিয়েট প্রেসকে (এপি) বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিকবাহিনীর তথ্যের ভিত্তিতেই ওই অভিযান পরিচালনা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এই অভিযানে সিরিয়ার পূর্বাঞ্চলে বেশ কিছু অস্ত্রাগারে হামলা চালানো হয়েছে; যেখানে ইরানি অস্ত্র মজুদ করা হতো।
বিজ্ঞাপন
জাতীয় নিরাপত্তার জন্য স্পর্শকাতর হওয়ায় এই হামলার ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন ওই কর্মকর্তা বলেন, ইসরায়েলে গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেনের সঙ্গে ওই হামলার ব্যাপারে সোমবার ওয়াশিংটনের জনপ্রিয় রেস্তোরাঁ ক্যাফে মিলানে আলোচনা করেছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
তবে এই হামলার ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি ইসরায়েলি সামরিক বাহিনী।
সূত্র: আলজাজিরা।
এসএস