ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী শহর ব্যাঙ্গালুরু থেকে ৪৩০ কিলোমিটার উত্তর পশ্চিমের ধারাদবাদ শহরে ট্র্যাকের সঙ্গে যাত্রীবাহী টেম্পোর সংঘর্ষে টেম্পোর চালকসহ ১১ জন নিহত হয়েছেন। খবর ভারতীয় টেলিভিশন এনডিটিভির।  

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার সকালে ধারাদবাদ শহর থেকে আট কিলোমিটার দূরের একটি বাইপাসের ওই দুর্ঘটনায় আরও সাত জন মারাত্মকভাবে আহত হয়েছেন। 

এনডিটিভি পুলিশের বরাতে আরও জানিয়েছে, চিকিৎসার জন্য দুর্ঘটনায় আহতদের কর্ণাটক ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থি হয়েছেন জেলা প্রশাসকসহ অন্যান্য কর্মকর্তারা। 

আহত হয়ে যে সাত জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন চালক ছাড়া বাকি সবাই নারী বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

পুলিশ বলছে, কর্ণাটকের ডেভাঙগড় থেকে ৩০০ কিলোমিটার দূরে পাশের রাজ্য গোয়ায় যাচ্ছিলেন টেম্পোর যাত্রীরা। টেম্পোর যাত্রীরা সবাই নারী এবং তারা পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য শুক্রবার সকালে টেম্পোতে করে রওয়ানা হয়েছিলেন। 

এএস