করোনা টিকা নিলেন প্রেসিডেন্ট এরদোয়ান
করোনা টিকা নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দেশব্যাপী টিকাদান কর্মসূচির প্রথম দিনে টিকার প্রথম ডোজ নেন তিনি।
তুর্কি গণমাধ্যম হুররিয়াত ডেইলি নিউজ’র প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার আঙ্কারার সিটি হাসপাতালে গিয়ে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাকের তৈরি ‘করোনাভ্যাক’ টিকা নেন প্রেসিডেন্ট এরদোয়ান।
বিজ্ঞাপন
টিকা নেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে নিজের অনুভূতি জানান এরদোয়ান। তিনি লেখেন,‘(সবার মতো) আমিও টিকা নিলাম।’
পরে সাংবাদিকদের মুখোমুখি হন তুর্কি প্রেসিডেন্ট। সেখানে তিনি বলেন,‘আমি মনে করি, সকল রাজনৈতিক নেতা ও আইনপ্রণেতারা কোভিড-১৯ টিকা নিতে মানুষকে উদ্বুদ্ধ করবেন। এটাই হবে সঠিক সিদ্ধান্ত।’
বিজ্ঞাপন
ক্ষমতাসীন একেপি পার্টির সেন্ট্রাল ডিসিশন এন্ড এক্সিকিউটিভ বোর্ডের সদস্যরাও তার সঙ্গে টিকা নিয়েছেন বলে জানান এরদোয়ান। তিনি বলেন, এখন পর্যন্ত দেশব্যাপী দুই লাখ ৫০ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী টিকা নিয়েছেন।
এসময় করোনা মোকাবিলার সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করা স্বাস্থ্যকর্মীদের প্রশংসা করেন এরদোয়ান।
উল্লেখ্য, বৃহস্পতিবার থেকে তুরস্কে করোনা প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। প্রথম ধাপে দেশটির ১০ লাখেরও বেশি স্বাস্থ্যকর্মীকে টিকার প্রথম ডোজ দেওয়া হবে বলে জানিয়েছে তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয়। এরপর বৃদ্ধশ্রমে বসবাসকারী বয়স্ক নাগরিকদের টিকা দেওয়া হবে।
ফেরিহা ওজেড ইমারজেন্সি হাসপাতালের প্রধান চিকিৎসক নুরেত্তিন ইয়ায়িত জানান, তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের স্বাস্থ্যসেবা কর্মীদের টিকাদান দুই দিনের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ২০২০ সালে নির্মিত বিশেষায়িত এ হাসপাতালে দ্রুততম উপায়ে কার্যক্রম পরিচালনার জন্য টিকা দেওয়ার ৩০ কক্ষ বরাদ্দ করা হয়েছে।
হাসপাতালের সব কক্ষে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর ডা. নুরেত্তিন বার্তাসংস্থা সিনহুয়াকে বলেন, ‘আমরা প্রতিদিন সর্বোচ্চ এক হাজার ৮০০ জনকে টিকা দিতে পারি। তবে প্রয়োজনে এ সংখ্যা আরও বাড়ানো যেতে পারে।’
টিকা নেওয়ার জন্য প্রথম দিনে হাসপাতালে এক হাজার অ্যপয়েন্টমেন্ট দেওয়া হয় বলেও জানান তিনি।
এর আগে নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে বুধবার সিনোভ্যাকের উৎপাদিত কোভিড-১৯ ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন দেয় তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয়।
অনুমোদন পাওয়ার পর টিকার প্রথম ডোজ নেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহেরেটিন কোচা। অনুষ্ঠানটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। এসময় স্বাস্থ্যমন্ত্রীর করোনাভাইরাস সংক্রান্ত বৈজ্ঞানিক উপদেষ্টারাও টিকা নেন।
এসময় জনগণকে টিকা গ্রহণের আহ্বান জানিয়ে কোচা বলেন, ‘আমাদের স্বাভাবিক, সাধারণ জীবনযাত্রায় ফিরে যেতে টিকাদান কার্যক্রমটি প্রয়োজন।’
এর আগে ডিসেম্বরের শেষ দিকে চীন থেকে ৩০ লাখ ডোজ টিকার প্রথম চালান পায় তুরস্ক।
সিনোভ্যাক হলো বেইজিংভিত্তিক একটি জৈবপ্রযুক্তি কোম্পানি। তাদের তৈরি টিকার নাম করোনাভ্যাক। তুরস্ক ছাড়াও ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরসহ আরও অনেক দেশ ইতোমধ্যে এই টিকা কেনার জন্য চুক্তি করে রেখেছে।
টিএম