ফাইজার-বায়োএনটেকের করোনাভাইরাসের ভ্যাকসিনের অনুমোদন দেয়ার পর এবার চীনের বিজ্ঞানীদের তৈরি একটি টিকার অনুমোদন দিয়েছে বাহরাইন। রোববার দেশটিতে করোনাভাইরাসের চীনা ভ্যাকসিনের অনুমোদন দেয়া হয়েছে বলে খবর দিয়েছে মার্কিন বার্তাসংস্থা এপি। 

বাহরাইনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বলছে, পারস্য উপসাগরীয় এই দ্বীপ রাষ্ট্রে চীনা কোম্পানি সিনোফার্মের ভ্যাকসিন পাওয়া যাবে।

করোনাভাইরাসের এই ভ্যাকসিনের তৃতীয় ধাপের পরীক্ষার বিস্তারিত ফলাফল এখনও প্রকাশ করেনি বেইজিং। তবে গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাত চীনা এই ভ্যাকসিনের পরীক্ষায় ৮৬ শতাংশ কার্যকর প্রমাণিত হয়েছে বলে ঘোষণা দিয়েছে। 

সিনোফার্মের এই ভ্যাকসিনের পরীক্ষার বিস্তারিত তথ্য-উপাত্ত প্রকাশ না করলেও কার্যকারিতার ব্যাপারে আমিরাতই প্রথম দেশ হিসেবে বিবৃতি প্রকাশ করেছে।

বাহরাইনে সিনোফার্মের ভ্যাকসিনের ট্রায়ালে অংশ নেয়ার জন্য সাত হাজার ৭০০ জনের বেশি মানুষ নিবন্ধন করেছেন। এর আগে, উপসাগরীয় এই দেশে করোনাভাইরাসের ভ্যাকসিন বিনামূল্যে দেয়ার পরিকল্পনার কথা জানানো হয়। তবে এই কর্মসূচির ব্যাপারে কোনও প্রশ্নের জবাব দেয়নি দেশটি।  

বিশ্বের অল্প কয়েকটি দেশে জরুরি ব্যবহারের জন্য চীনের সিনোফার্মের করোনা ভ্যাকসিনের অনুমোদন দেয়া হয়েছে। বর্তমানে বিশ্বের অন্তত দশটি দেশে এই ভ্যাকসিনের শেষ ধাপের পরীক্ষা চলমান রয়েছে।

উত্তর আফ্রিকার দেশ মরক্কো করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির ব্যাপারে উচ্চাভিলাষি কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে। চলতি মাসের গোড়ার দিকে চীনের সিনোফার্মের ভ্যাকসিনের মাধ্যমে টিকাদান কর্মসূচি শুরুর পরিকল্পনা করছে দেশটি। এর মাধ্যমে মরক্কোর ৮০ শতাংশ বয়স্ক নাগরিকের শরীরে টিকা প্রয়োগ করা হবে।  

বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারির লাগাম টানতে শতাধিক ভ্যাকসিন তৈরির প্রকল্প বর্তমানে চলমান রয়েছে। তবে মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজার এবং জার্মান অংশীদার বায়োএনটেকের তৈরি করোনাভাইরাসের একটি ভ্যাকসিন বিশ্বে প্রথম প্রয়োগের অনুমতি পায় যুক্তরাজ্যে। গত ২ ডিসেম্বর যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ তৃতীয় ধাপের ট্রায়ালে ৯৫ শতাংশ কার্যকর এই ভ্যাকসিন গণহারে প্রয়োগের অনুমতি দেয়।

মার্কিন আরেক ফার্মাসিউটিক্যাল জায়ান্ট মডার্নার তৈরি করোনার একটি ভ্যাকসিনও পরীক্ষা ৯৪ দশমিক ৫ শতাংশ কার্যকর প্রমাণিত হয়েছে। এছাড়া ট্রায়ালে অক্সফোর্ড এবং ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল জায়ান্ট অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন ৭০ শতাংশ কার্যকর বলে দাবি করা হয়েছে। তবে অক্সফোর্ডের এই ভ্যাকসিন ৫৫ বছরের বেশি বয়সীদের শরীরে কাজ করবে কিনা সেটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।  

এদিকে, রোববার মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ আরেক দেশ কুয়েত ফাইজারের করোনা ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। এই ভ্যাকসিন নেয়ার জন্য বয়োজ্যেষ্ঠদের অনলাইনে নিবন্ধনের আহ্বান জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

এসএস