চার বছরের প্রেসিডেন্ট শাসনের অবসানের মুহূর্তে হোয়াইট ছেড়ে মেরিল্যান্ডের অ্যান্ড্রুজ সামরিক ঘাঁটিতে পৌঁছে এক ভাষণে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ বর্তমানের তুলনায় আর কখনও ভালো হবে না বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার স্থানীয় সময় সকাল সোয়া ৮টার দিকে অ্যান্ড্রুজ সামরিক ঘাঁটিতে সংক্ষিপ্ত পরিসরে আয়োজিত বিদায়ী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

ঘাঁটিতে উপস্থিত সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আমি সবসময় আপনাদের জন্য লড়বো। আমি নজর রাখব, আপনাদের কথা শুনব। এবং আমি আপনাদের বলছি, এই দেশের ভবিষ্যৎ কখনো এর চেয়ে ভালো হবে না। তবে আমি নতুন প্রশাসনের জন্য সফলতা কামনা করছি।’  

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া ছিল অনেক সম্মানের এক বিষয়। অ্যান্ড্রুজ সামরিক ঘাঁটিতে আয়োজিত অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং সন্তানরা উপস্থিত ছিলেন। পরিবারের সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন ট্রাম্প। একই সঙ্গে দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও সেকেন্ড লেডি কারেন পেন্স ও কংগ্রেসকে ধন্যবাদ জানান। 
 
পরিবারের সদস্যদের প্রশংসা করে তিনি বলেন, তারা চমৎকার কাজ করেছেন। সন্তানদের ব্যাপারে মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, মানুষের ধারণা নেই, তার পরিবার কত কঠোর পরিশ্রম করেছেন। তারা অনেক সহজ-সরল জীবন কাটাতে পারতো। কিন্তু তারা চমৎকার কাজ করেছে। 

মেলানিয়া ট্রাম্পকে সংক্ষিপ্ত ভাষণের সুযোগ দেয়ার আগে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ মার্ক মিডোসের ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। ফার্স্ট লেডি সম্পর্কে ট্রাম্প বলেন, ‘তিনি উচ্চ মর্যাদাসম্পন্ন এবং একজন সুন্দরী নারী। মানুষের মধ্যে তুমুল জনপ্রিয় তিনি।’

কিন্তু কয়েকদিন আগে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক জরিপে বলা হয়, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম জনপ্রিয়তা নিয়ে হোয়াইট হাউস ছাড়ছেন মেলানিয়া। 

ট্রাম্পের পরপরই বক্তৃতা দেন ফার্স্ট লেডি। তিনি বলেন, আপনাদের ফার্স্ট লেডি হতে পারাটা আমার জন্য বিরাট সম্মানের ছিল। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ। মেলানিয়ার বক্তৃতা শেষ হওয়ার আগে মাইক্রোফোন নেন ট্রাম্প। তিনি বলেন, আর কি বলার আছে তাই না? এটাই মধুর সত্য। দারুণ কাজ করেছো।

সাংবিধানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার পর ফ্লোরিডা রাজ্যের পাম বিচ দ্বীপের মার-আ-লাগো ভবনটিকে স্থায়ী আবাস হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করেছেন।

নিউইয়র্ক পোস্টসহ একাধিক মার্কিন সংবাদমাধ্যম বলছে, সমুদ্র তীর ঘেঁষা এই ভবনটি বরাবরই ট্রাম্পের খুব প্রিয়। ক্ষমতার চার বছর এই ভবনে অনেক সময় কাটিয়েছেন তিনি। প্রতিবছর যুক্তরাষ্ট্রের দীর্ঘ শীতকালের প্রায় পুরো সময় এই ভবনে কাটানোর কারণে অনেকেই মার-আ-লাগোকে ‘শীতকালীন হোয়াইট হাউস’ নাম দিয়েছিলেন ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে আসীন হওয়ার আগে নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে সপরিবারে থাকতেন ডোনাল্ড ট্রাম্প। ২০১৯ সালের সেপ্টেম্বরে সেখানকার আবাস গুটিয়ে মার-আ-লাগোতে স্থায়ীভাবে বসবাসের যাবতীয় প্রস্তুতিমূলক কাজ শেষ করেছিলেন তিনি। বুধবার নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ নেওয়ার কয়েক ঘণ্টা আগে স্ত্রী ফ্লোরিডার উদ্দেশ্যে উড়াল দেন ডোনাল্ড ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প।

এসএস