ডোনাল্ড ট্রাম্পের নেয়া একগাদা সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর প্রথম দিনেই বাতিল করছেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রের নির্বাচিত এই প্রেসিডেন্ট বুধবার শপথ নেয়ার পরপরই তার নতুন প্রশাসনকে প্যারিস জলবায়ু চুক্তি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (ডব্লিউএইচও) প্রত্যাবর্তন এবং বিশ্বের সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ট্রাম্প যে নিষেধাজ্ঞা দিয়েছিলেন; তা বাতিলের নির্বাহী আদেশ দেবেন। 

জো বাইডেন নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন প্রেসিডেন্টের এসব সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকরের ঘোষণা দিয়েছে। ট্রাম্পের যেসব নীতি বাতিল হচ্ছে—

♦ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়া ঠেকানো
♦ প্যারিস জলবায়ু চুক্তিতে প্রত্যাবর্তন
♦ মুসলিম দেশগুলোর ভ্রমণ নিষেধাজ্ঞা বাতিল
♦ দক্ষিণাঞ্চলের মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণ 
♦ ট্রাম্পের অভ্যন্তরীণ বলপ্রয়োগের নির্বাহী আদেশ

বাইডেন প্রশাসন নতুন নির্বাহী আদেশের একটি খসড়া তালিকা প্রস্তুত করেছে। এতে বাইডেন শপথ নেয়ার পরপরই ট্রাম্প প্রশাসনের নেয়া অন্তত ১৭টি নীতি বাতিলে নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন। বাইডেনের এই আদেশের ফলে অভিবাসন, পরিবেশ, করোনাভাইরাস মহামারি এবং বিপর্যস্ত অর্থনীতির ঘুরে দাঁড়ানোর পদক্ষেপ নেয়া হবে। 

প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন অভিষেকের কিছুক্ষণ আগে নতুন নির্বাহী আদেশে আরও কিছু বিষয় যুক্ত করেছে। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে চার লাখের বেশি মানুষের প্রাণ কেড়ে নেয়া করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণে একগুচ্ছ পদক্ষেপ নেয়া হবে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহার ঠেকানোর জন্য দেশটির শীর্ষ সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসিকে আগামী সপ্তাহেই সংস্থাটির নির্বাহী বোর্ডের বৈঠকে পাঠাবেন বাইডেন। ওই বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়া বন্ধে ব্যবস্থা নেয়ার পরামর্শ দেবেন ফাউসি। 

করোনাভাইরাস পরিস্থিত কেন্দ্রীয়ভাবে মোকাবিলার নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন জো বাইডেন। এর ফলে করোনা সুরক্ষা সামগ্রী, ভ্যাকসিন এবং পরীক্ষার ব্যবস্থা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হবে।  

করোনাভাইরাস মহামারিতে থমকে যাওয়া শিক্ষা ব্যবস্থায় গতি আনতে ফেডারেল শিক্ষার্থীদের ঋণ পরিশোধের মেয়াদ বৃদ্ধির নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন জো বাইডেন।

একশ দিনের জন্য মাস্ক পরার কর্মসূচি ‌‘হান্ড্রেড ডেজ মাস্কিং চ্যালেঞ্জ’ চালু করবেন তিনি। সব ফেডারেল অফিসে সামাজিক দূরত্ব ও বাধ্যতামূলক মাস্ক পরার এক নির্বাহী আদেশেও স্বাক্ষর করবেন জো বাইডেন। 

জরবায়ু সঙ্কট মোকাবিলায় তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে যা করবেন বাইডেন—
 
বুধবার আরও পরের দিকে জাতিসংঘের মহাসচিবের কাছে এক চিঠি লিখে প্যারিস জলবায়ু চুক্তিতে যুক্তরাষ্ট্রের প্রত্যাবর্তনের কথা জানাবেন ডেমোক্র্যাট দলীয় এই প্রেসিডেন্ট। গত চার বছরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেয়া পরিবেশ পদক্ষেপে বাতিলে নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন তিনি। 

প্রথম দিনেই বহুল আলোচিত কয়েকটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ট্রাম্প প্রশাসনের নেয়া পদক্ষেপ বাতিলের নির্বাহী আদেশ দেবেন জো বাইডেন। 

একই সঙ্গে অভিবাসীদের ঢল থামাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণ তহবিল বাতিল করবেন তিনি।

অভিবাসন নীতিমালা সংস্কারে মার্কিন কংগ্রেসে নতুন একটি বিল তোলার পরিকল্পনাও করছেন বাইডেন। এর মাধ্যমে দেশটিতে বসবাসরত কোটি কোটি অবৈধ অভিবাসীর নাগরিকত্ব পাওয়ার পথ খুলে যাবে।  

সূত্র: বিবিসি, সিএনএন, রয়টার্স।

এসএস