ট্রাম্পের হোয়াইট হাউস চিফকে বরখাস্ত করলেন বাইডেন
বুধবার শপথ নেওয়ার পর সরকারি বাসভবনে এসেই হোয়াইট হাউসের চিফ উশার টিমোথি হারলেথকে বরখাস্ত করেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দুটি সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) এ খবর নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
২০১৭ সালে ক্ষমতাগ্রহণের পর টিমোথি হারলেথকে হোয়াইট হাউস চিফ উশার পদে নিয়োগ দিয়েছিলেন ট্রাম্প। মূলত ট্রাম্পের মাধ্যমে তাকে এই পদে এনেছিলেন মেলানিয়া ট্রাম্প।
বিজ্ঞাপন
চিফ উশার পদে নিয়োগ পাওয়ার আগে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের রুম ম্যানেজারের দায়িত্বে ছিলেন হারলেথ। তিনি তৎকালীন ওবামা প্রশাসনের হোয়াইট হাউস চিফ অ্যাঞ্জেলা রেইডের স্থলাভিষিক্ত হয়েছিলেন। আর অ্যাঞ্জেলা রেইড ২০১১ সালে প্রথম নারী হিসেবে এই পদে নিয়োগ পেয়ে ইতিহাস গড়েছিলেন।
হারলেথকে বরখাস্ত করার বিষয়ে তাৎক্ষণিকভাবে ফার্স্ট লেডি জিল বাইডেনের দপ্তর অবশ্য সিএনএন’র কাছে কোনো মন্তব্য করেনি।
বিজ্ঞাপন
অবশ্য সিএনএন বলছে, হারলেথকে বরখাস্তের বিষয়টি হোয়াইট হাউসের ভেতরে বিস্ময়ের সৃষ্টি করেনি।
একজন চিফ উশারকে হোয়াইট হাউসের ভেতরে বিভিন্ন দায়িত্ব পালন করতে হয়। এই পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে হোয়াইট হাউসের আভ্যন্তরীণ সকল ঘরোয়া কাজ ও গৃহকর্মীদের প্রধান হিসেবে কাজ করতে হয়।
পাশাপাশি হোয়াইট হাউজের সকল ভবন ও কর্মচারীদের আবসানের ব্যবস্থাপনার দায়িত্ব, নির্মাণ, তত্ত্বাবধান, সংস্কার, খাবারসহ প্রশাসনিক বিভিন্ন কাজ করতে হয়।
সূত্র: সিএনএন
টিএম