যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জো বাইডেন। বুধবার (২০ জানুয়ারি) ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলের বাইরে সুপ্রিম কোর্টের বিচারপতি জন রবার্টের কাছে শপথ-বাক্য পাঠ করেন তিনি।

চলুন দেখে নেওয়া যাক জো বাইডেনের অভিষেকের বিভিন্ন ছবি-

১৫টি নির্বাহী আদেশে স্বাক্ষরের আগে ওভাল অফিসে নিজের আসনে বসে আছেন প্রেসিডেন্ট জো বাইডেন
ওভাল অফিস থেকে ভার্চুয়ালি বিভিন্ন কর্মচারীদের শপথ পড়াচ্ছেন বাইডেন
হোয়াইট হাউসে প্রবেশে আগে সমর্থকদের উদ্দেশে হাত নাড়ছেন জো বাইডেন ও জিল বাইডেন
৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন বাইডেন, পাশে দাঁড়িয়ে স্ত্রী জিল বাইডেন
৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন বাইডেন, পাশে দাঁড়িয়ে স্ত্রী জিল বাইডেন
বাইডেনের আগে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন কমলা হ্যারিস, পাশে দাড়িয়ে তার স্বামী ডগ এমহফ
রীতি অনুযায়ী শপথের পর অভিষেক ভাষণ দেন প্রেসিডেন্ট বাইডেন
শপথের পর ক্যাপিটল হিলের ভেতরে ইশতেহারে স্বাক্ষর করেন বাইডন, পাশে দাঁড়িয়ে কমলা হ্যারিস
পরে আর্লিংটন জাতীয় সমাধিক্ষেত্রে অজ্ঞাত সেনাদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাইডেন ও কমলা হ্যারিস
শপথ গ্রহণ শেষে একে অপরের হাত ধরে হোয়াইট হাউসে প্রবেশ করছেন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন
হোয়াইট হাউসের ভেতরে প্রবেশের আগে একে অপরকে জড়িয়ে ধরেন তারা
বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক প্রেসিডেন্ট বারাক  ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা
অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন
উপস্থিত ছিলেন সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ বুশ ও ফার্স্ট লেডি লরা বুশ
এর আগে মেরিন ওয়ান হেলিকপ্টারে চড়ে হোয়াইট হাউস ছেড়ে চলে যান সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প

সূত্র: বিবিসি

টিএম