ইতিহাস তৈরি করে আমেরিকার প্রথম নারী, কৃষ্ণাঙ্গ ও ভারতীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে তিন জন সিনেটরকে শপথ করিয়েছেন কমলা হ্যারিস।

এর মধ্য দিয়ে কংগ্রেসের উভয়কক্ষের— নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ও উচ্চকক্ষ সিনেট— নিয়ন্ত্রণ চলে গেল যুক্তরাষ্ট্রের নয়া প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের দল ডেমোক্র্যাটদের দখলে।

গত ৩ নভম্বেরের নির্বাচনে প্রেসিডেন্ট ও নিম্নকক্ষ ছাড়াও উচ্চকক্ষ সিনেটের বেশ কিছু আসনে নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে জয়ীদের মধ্যে নতুন দুই সিনেটর ও কমলার স্থলাভিষিক্ত একজন শপথ নিয়েছেন। 

তিন ডেমোক্র্যাট শপথ নেওয়ার পর কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ এখন ডেমোক্র্যাটদের দখলে

এর মাধ্যমে ২০১৪ সালের পর আবারও সিনেট নিজেদের দখলে নিল ডেমোক্র্যাটিক পার্টি। একশো আসনের সিনেটে এখন ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের আসন সংখ্যা সমান সমান; ৫০-৫০।

তবে সিনেটের সভাপতি হিসেবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ভোটাধিকার প্রয়োগের ক্ষমতা থাকায় বস্তুত সিনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে। ফলে কংগ্রেসে বিল পাস করাতে অত বেগ পেতে হবে না বাইডেনকে। 

গত ৩ নভেম্বরের নির্বাচনে সিনেটের যেসব আসনে ভোট হয়েছিল এরমধ্যে জর্জিয়ার দুটি আসনে জয়ী প্রার্থী না পাওয়ায় গত মাসে সেখানে হওয়া রান-অফ নির্বাচনে জয় পায় রাফায়েল ওয়ারনক ও জন ওশফ। 

ওই নির্বাচনের আগে সিনেটে এগিয়ে ছিল রিপাবলিকানরা। তাদের আসনসংখ্যা ওই ভোটের আগেই ৫০ ছিল। তবে জর্জিয়ার দুই আসনের উভয়টিতেই ডেমোক্র্যাটরা জয় পাওয়ায় রিপাবলিকানদের আশাভঙ্গ হয়। 

এছাড়া ক্যালিফোর্নিয়ার সাবেক সিনেটের কমলা হ্যারিসের পদটি খালি হওয়ায় সেখানে তার বদলে একজনকে নিয়োগ দিয়েছে ডেমোক্র্যাটরা। তিনি হলেন ক্যালিফোর্নিয়ার প্রথম লাতিন বংশোদ্ভূত সিনেটর পাডিলা। 

ফলে সিনেটে রিপাবলিকনরা এখন সংখ্যালঘু। এতদিন সিনেটের সংখ্যালঘু দল ডেমোক্র্যাটদের নেতা চাক শুমার এখন সংখ্যাগরিষ্ঠ দলের নেতা। তিনি প্রথম ইহুদি আইনপ্রণেতা হিসেবে সিনেটের নেতা হলেন। 

সব মিলেয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের সঙ্গে কংগ্রেসের উভয়কক্ষের নিয়ন্ত্রণ এখন ডেমোক্র্যাটদের। সবদিক থেকে এখন মার্কিন সরকার ও প্রশাসনে ট্রাম্পের দল রিপাবলিকান সংখ্যালঘু।  

এএস