নিউইয়র্কে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩
নিউইয়র্ক অঙ্গরাজ্যের মেনডন শহরে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় আধা সামরিক বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ন্যাশনাল গার্ডের তিন সেনাসদস্য নিহত হওয়ার খবর জানিয়েছে কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।
ইউএইচ-৬০ নামের ওই যুদ্ধবিমান সাধারণত চিকিৎসা সংক্রান্ত সহায়তা ও মেডিকেল সেবার কাজে নিয়োজিত। রচেস্টার আন্তর্জাতিক বিমানবন্দরে সেনাবাহিনীর বিমান শাখার আওতায় সেটির রুটিন মিশন চলছিল।
বিজ্ঞাপন
নিউইয়র্ক অঙ্গরাজ্যের সামরিক ও নৌ সংক্রান্ত বিভাগের তরফ থেকে এ খবর জানিয়ে বলা হচ্ছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ এখনও জানা যায়নি। বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্ত শুরুর কথা জানানো হয়েছে।
মনরো কাউন্টি শেরিফ কার্যালয়ে থেকে জানানো হয়েছে, বিমানটিতে মোট তিনজন আরোহী ছিল। বিধ্বস্ত হলে তাদের সবাই ঘটনাস্থলেই মারা যান বলে শেরিফ কার্যালয় নিশ্চিত করেছে।
নিউইয়র্কের গভর্নর এমন সংবাদ শুনে মর্মাহত হওয়ার কথা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন। বৃহস্পতিবার নিউইয়র্ক রাজ্য সরকারের ভবনে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
এএস