সবার আগে ট্রুডোকে ফোন করবেন বাইডেন
যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে বুধবার অভিষিক্ত জো বাইডেন সবার আগে প্রতিবেশী দেশ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ফোন করবেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রটারি জেন সাকি।
বুধবার দুপুরে শপথ নেওয়ার পর বিকেলে প্রেসিডেন্ট জো বাইডেন সস্ত্রীক হোয়াইট হাউসে প্রবেশের পর তার প্রশাসনের প্রথম সংবাদ সম্মেলনে তার প্রেস সেক্রেটারি এমনটাই জানিয়েছেন।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার থেকেই যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট বিদেশি নেতাদের ফোন করতে শুরু করবেন। আর তার কাছ থেকে প্রথম ফোনটি পাবেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
এ মূহুর্তে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলার কোন পরিকল্পনা প্রেসিডেন্টের নেই জানিয়ে জেন সাকি আরও বলেন, ‘তার (জো বাইডেনের) শুরুর দিককার ফোনালাপ হবে সহযোগী ও সমমনাদের সঙ্গে।’
বিজ্ঞাপন
বাইডেন শপথ নেওয়ার পরপর জাস্টিন ট্রুডোও তাকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘বৈশ্বিক মহামারির বিরুদ্ধে লড়াই করব এবং টেকসই অর্থনৈতিক পুনরুদ্ধারে কানাডা ও যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব অব্যাহত থাকবে।’
যুক্তরাষ্ট্রকে পুনরায় প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরিয়ে নেওয়া, আর্কটিক অঞ্চলে তেল-গ্যাস অনুসন্ধান নিষিদ্ধ করা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে পুনরায় সম্পর্ক স্থাপনের ব্যাপার বাইডেন প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি।
এএস