প্রতীকী ছবি

লিবিয়া উপকূল থেকে ভূমধ্যসাগর হয়ে ইউরোপের উদ্দেশে যাত্রা করা অভিবাসীবোঝাই একটি নৌকা ডুবে কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছেন। জাতিসংঘ এ দুর্ঘটনার খবর জানিয়ে বলছে, নিহতদের সবাই পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশের মানুষ।  

জাতিসংঘের শরণার্থী বিষয় সংস্থা ইউএনএইচসিআর এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) বিবৃতি দিয়ে ভূমধ্যসাগরে ২০২১ সালের সবচেয়ে প্রাণঘাতী নৌকাডুবির খবর জানায়।

বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় বুধবার লিবিয়ার জাওয়া উপকূল থেকে যাত্রা শুরুর ঘণ্টাখানেক পরেই সমুদ্রে বিরুপ আবহাওয়ার কারণে নৌকাটি ডুবে গেলে ৪৩ জন মারা যান। দশ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।    

জীবিতদের উদ্ধারের পর তাদের উপকূলে আনা হয়েছে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী জীবিত উদ্ধার ব্যক্তিরা জানিয়েছেন, নৌকাডুবিতে যে ৪৩ জনের মৃত্যু তাদের সবাই পশ্চিম আফিক্রার বিভিন্ন দেশের নাগরিক।  

প্রায়শই ভূমধ্যসাগরে এমন নৌকাডুবির খবর পাওয়া যায়। এসব মানুষ মূলত অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু ওই সামুদ্রিক পথ বিপদজনক হওয়ায় শত শত মানুষের প্রাণহানি ঘটে।

এই গত বছরের অক্টোবরে সেনেগাল উপকূল থেকে নৌকায় করে যাত্রা শুরুর পর অভিবাসীবোঝাই একটি নৌকা ডুবে কমপক্ষে ১৪ জন মানুষ মারা যান; যা ভূমধ্যসগারে গত বছরে সবচেয়ে প্রাণঘাতী দুর্ঘটনা। 
 
এএস