ভারতে কেন্দ্রে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শাসিত রাজ্যগুলোতে মদ নিষিদ্ধ করার আবেদন জানালেন মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী তথা বিজেপির প্রভাবশালী নেত্রী উমা ভারতী। 

গতকাল বৃহস্পতিবার এক টুইট বার্তায় তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে দলের নিয়ন্ত্রণে থাকা রাজ্যগুলোতে মদ নিষিদ্ধের এই আবেদন করেন। মদ নিষিদ্ধের প্রসঙ্গে বেশ কিছু টুইটও করেছেন তিনি।

বিষাক্ত মদে সম্প্রতি মধ্যপ্রদেশে অনেকের মৃত্যু হয়েছে। যততত্র বিষাক্ত মদ বিক্রি ও তা পান করে মানুষের মৃত্যুর কথা চিন্তা করে প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যজুড়ে মদ বিক্রির দোকান বাড়ানোর কথাও বলে আসছেন।

যদিও মধ্যপ্রদেশের বিজেপিদলীয় মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান তখন জানিয়েছিলেন যে, তার রাজ্য সরকার এখনই এ ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেয়নি। এমন পরিস্থিতির মধ্যেই উমার টুইট নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী তথা বিজেপির প্রভাবশালী নেত্রী উমা ভারতী।

রাজ্যে মদ বন্ধ নিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দৃষ্টান্ত তুলে ধরে উমা ভারতী জানিয়েছেন, তার এই সিদ্ধান্তের কারণে নারী ভোটাররা তার পক্ষে ভোট দিয়েছেন। ফলে জয় পেতে কোনো অসুবিধা হয়নি তার।

মধ্যপ্রদেশ প্রসঙ্গে উমা ভারতী বলেছেন, ‘রাজ্যে মদের দোকান না বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান যে সিদ্ধান্ত নিয়েছেন, তা প্রশংসনীয়।’ মদ নিষিদ্ধে একাধিক যুক্তিও তুলে ধরেছেন তিনি।

সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসাবে মদপানকে দায়ী করে তিনি আরও বলেছে, ‘রাজ্য প্রশাসনকে ব্যবহার করে বেশি মদের দোকান খোলার অর্থ যেন মা যেন তার সন্তানকে বিষপান করাচ্ছেন।’

তবে মদ নিষিদ্ধ করা হলে রাজ্যের কোষাগারে যে ঘাটতি হতে পারে, তাও অবশ্য মেনে নিয়েছেন ওই নেত্রী। কিন্তু তার যুক্তি, মদ নিষিদ্ধ করা হলে দেশে নারী ও শিশুদের ওপর হওয়া অনেক ঘৃণ্য অপরাধ কমে যাবে।

এএস