মেক্সিকোর প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত
মহামারি করোনায় আক্রান্ত হয়েছেন ভাইরাসটিতে শীর্ষ বিপর্যস্ত দেশগুলোর একটি মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর। টুইট করে তিনি নিজেই তার করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন।
গতকাল রোববার ৬৭ বছর বয়সী প্রেসিডেন্ট ওব্রাদর টুইট বার্তায় লেখেন, ‘দুঃখের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে, আমি করোনায় আক্রান্ত। তবে আমার করোনা উপসর্গ হালকা এবং এর চিকিৎসা নিচ্ছি আমি।
বিজ্ঞাপন
মহামারি করোনাভাইরাস সামলানো নিয়ে সমালোচিত লাতিন আমেরিকার এই দেশটির প্রেসিডেন্ট আরও লিখেছেন, ‘বরাবরের মতো আমি আশাবাদী। আমরা সবাই মিলে এই সংকট কাটিয়ে উঠবো।’
করোনা নিয়ে প্রতিবেশী দেশ ব্রাজিলের প্রেসিডেন্টের মতোই সমালোচিত ওব্রাদর। লকডাউন জারিতে বিলম্ব করেছেন। মহামারির মধ্যে বিশাল সমাবেশ করেছেন। করমর্দন ও কোলাকুলি করেছেন সমর্থকদের সঙ্গে।
বিজ্ঞাপন
ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনারের মতো মহামারির প্রকোপকে খাটো করে দেখেছেন তিনি। লকডাউন করায় অনীহা জানানো মেক্সিকোর প্রেসিডেন্টকে খুব কম সময় মাস্ক পরতে দেখা গেছে। তিনি মাস্ক পরারও বিরোধী।
গত ২৪ ঘণ্টায় আরও ১০ হাজার ৮৭২ রোগী নিয়ে মেক্সিকোতে মোট আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ৬৩ হাজার ২১৯। একই সময়ে আরও ৫৩০ জনের মৃত্যুর পর মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৪৯ হাজার ৬১৪ জনে।
মহামারি করোনায় বিপর্যস্ত দেশটিতে নতুন করে করোনার সংক্রমণ ও প্রাণহানি বাড়তে শুরু করেছে। তবে সেই অনুযায়ী সরকারি পদক্ষেপ এখনও সেভাবে নেওয়া হয়নি। এরমধ্যে প্রেসিডেন্ট করোনা পজিটিভ হলেন।
এএস