করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। সাম্প্রতিক সময়ে সংক্রমণ ও মৃত্যুর হার মারাত্মক হারে বৃদ্ধির পর মঙ্গলবার (২৬ জানুয়ারি) প্রথম ইউরোপীয় দেশ হিসেবে যুক্তরাজ্যে মৃত্যু লাখ ছাড়াল।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত একদিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজারের বেশি মানুষ। একই সময়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৬৩১ জনের।

এদিকে দেশে করোনায় মৃতের সংখ্যা এক লাখ পার করায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেন, মহামারির এই পরিস্থিতির কারণে সরকারের পক্ষ থেকে সমস্ত দায়দায়িত্ব তিনি নিচ্ছেন। মঙ্গলবার (২৬ জানুয়ারি) ডাউনিং স্ট্রিটে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যা করতে পারি, সত্যিকার অর্থে আমরা সেটাই করেছি। করোনায় আক্রান্ত হয়ে প্রতিটি মৃত্যুর ঘটনায় আমি গভীরভাবে দুঃখিত। এই দুঃখ বোঝানো কঠিন।’

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে ব্রিটেন। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ৩৭ লাখ মানুষ, মারা গেছে এক লাখ ১৬২ জন।

সূত্র: বিবিসি

টিএম