করোনাবিধি ভাঙায় থাইল্যান্ডে ৮৯ পর্যটক গ্রেফতার
করোনা সংক্রান্ত নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে ৮৯ জন বিদেশি পর্যটককে গ্রেফতার করেছে থাইল্যান্ড। বিভিন্ন দেশ থেকে আসা এসব পর্যটকের জেল ও জরিমানা হতে পারে।
থাই পুলিশের বরাতে সিএনএন জানিয়েছে, দক্ষিণ থাইল্যান্ডের জনপ্রিয় রিসোর্ট আইল্যান্ডের পানশালায় (বারে) পার্টি করার সময় অভিযান চালিয়ে এসব পর্যটককে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
বিদেশি ৮৯ জন পর্যটক ছাড়াও আরও ২২ জন থাই পর্যটককেও একই কারণে কোহ ফানগান নামক প্রদেশের সুরাত থানি নামক এলাকার একটি পানশালা থেকে গত মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়েছে।
পার্টিতে অংশ নেওয়া মানুষজন ছাড়াও এর আয়োজকের বিরুদ্ধে করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত মার্চে থাইল্যান্ডে জারি হওয়া একটি জরুরি ডিক্রি লঙ্ঘনের অভিযোগ আনা হচ্ছে।
বিজ্ঞাপন
কোহ ফানগান প্রাদেশিক পুলিশ প্রধান কর্নেল পানিয়া নিরাত্তিমানন সিএনএন-কে বলেন গ্রেফতার পর্যটকের বেশিরভাগকে জামিন দেওয়া হলেও এখন ২৮ জন পুলিশের হাতে বন্দি রয়েছেন।
অনলাইনে টিকিট বিক্রি হওয়ার বিষয়টি দেখার পর ওই পার্টি সম্পর্কে জানতে পারে পুলিশ। এরপর সেখানে গিয়ে অভিযান চালানোর ৮৯ বিদেশিসহ মোট শতাধিক পর্যটককে গ্রেফতার করে তারা।
কর্নেল পানিয়া নিরাত্তিমানন জানিয়েছেন, যেসব বিদেশি পর্যটককে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে ২০ জন ফ্রান্সের, ১০ জন যুক্তরাষ্ট্রের এবং ছয় জন ব্রিটিশ নাগরিক রয়েছেন।
গ্রেফতারের পর মেডিকেল বিভাগের কর্মীরা তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেন। তবে তাদের মধ্যে কেউই করোনায় আক্রান্ত হননি বলে নিশ্চিত করেছেন ফানগানের প্রাদেশিক পুলিশ প্রধান।
থাইল্যান্ডের এই ডিক্রি অমান্যের জন্য সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড এবং ৪০ হাজার বাথ (১ হাজার ৩৩০ মার্কিন ডলার) জরিমানা করা হতে পারে গ্রেফতার এসব পর্যটককে।
এসএ