ব্রিটেনে শনাক্ত করোনাভাইরাসের নতুন ধরনের বিরুদ্ধে ইরানের টিকা কার্যকর বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা। ইরানের করোনাভাইরাস ভ্যাকসিন উৎপাদনকারী দলের প্রধান ড. হাসান জালিলি শনিবার (৩০ জানুয়ারি) একথা বলেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

ইরানে উৎপাদিত করোনাভাইরাস প্রতিরোধী টিকার নাম ‘কোভিরান বারাকাত’। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অধীনস্ত একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এই টিকা উৎপাদন করেছে।

ড. জালিলি বলেন, ক্লিনিক্যাল ট্রায়ালে যাদেরকে ইরানের তৈরি কোভিরান টিকা দেওয়া হয়েছিল, তাদের ব্লাড প্লাজমা ব্রিটেনে শনাক্ত করোনাভাইরাসের ধরনকে সম্পূর্ণভাবে মুক্ত করতে সক্ষম হয়েছে বলে পরীক্ষায় দেখা গেছে।

ন্যাশনাল করোনাভাইরাস টাস্কফোর্সের জ্যেষ্ঠ সদস্য মিনো মোহরাজও এই তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে আলজাজিরা।

গত সপ্তাহে ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি জানান, দেশটিতে সাত জন ব্যক্তির শরীরে ব্রিটেনে শনাক্ত করোনাভাইরাসের নতুন ধরনটি পাওয়া গেছে। এই ভাইরাসে আক্রান্ত সর্বশেষ ব্যক্তি সম্প্রতি নেদারল্যান্ডস থেকে ইরানে গিয়েছিলেন।

এর আগে ইরানের ওষুধ কোম্পানি বারাকাত প্রথমবারের মতো অভ্যন্তরীণভাবে করোনাভাইরাসের এই টিকা আবিষ্কার করে। ওই কোম্পানির নাম অনুসারে এই টিকার নাম দেওয়া হয় কোভিরান বারাকাত। কোভিড ও ইরান শব্দের সংক্ষিপ্ত রূপ মিলিয়ে কোভিরান শব্দের উৎপত্তি।

প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করে গত মাসে ইরান মানবদেহে প্রথমবারের মতো এই টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু করে। এর আগে পশুর শরীরে এই টিকা প্রয়োগ করা হয়। ইরান অবশ্য অভ্যন্তরীণভাবে করোনা টিকা অবিষ্কারের চেষ্টার পাশাপাশি এতোদিন বিদেশ থেকেও টিকা আমদানির চেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছিল।

গত ডিসেম্বরের ২৯ তারিখে প্রথমবারের মতো তিন জনকে স্থানীয়ভাবে উৎপাদিত করোনা টিকা দেয় ইরান। এই তিন জন হলেন- দেশটির করেনা টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেতাদ’র প্রধানের মেয়েসহ প্রতিষ্ঠানটির শীর্ষ দুই কর্মকর্তা। ইরানিদের মাঝে এই টিকার ব্যাপারে বিশ্বাস জন্মাতেই এই উদ্যোগ নিয়েছিল দেশটি।

এদিকে রাশিয়া থেকে করোনাভাইরাসের টিকা কেনার জন্য সম্প্রতি মস্কোর সঙ্গে একটি চুক্তি করেছে ইরান। ওই চুক্তির আওতায় রাশিয়া থেকে স্পুটনিক ভি টিকা ক্রয়ের পাশাপাশি যৌথভাবে এই ভ্যাকসিন উৎপাদন করবে দেশটি।

সূত্র: আলজাজিরা

টিএম