আমিরাত-বাহরাইন সফরে যাচ্ছেন নেতানিয়াহু
আগামী সপ্তাহে তিন ঘণ্টার সংক্ষিপ্ত সফরে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন যাওয়ার পরিকল্পনা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবার তিনি এমন পরিকল্পনার কথা জানিয়েছেন।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর বরাতে মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ খবর জানিয়ে বলা হচ্ছে, গত বছরের শেষদিকে ইসরায়েল এই দুই দেশের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনের পর এবার দেশ দুটি সফরে যাচ্ছেন নেতানিয়াহু।
বিজ্ঞাপন
করোনাভাইরাস লকডাউনের কারণে এর আগে দুইবার আমরা এই সফর স্থগিত করেছি
বেঞ্জামিন নেতানিয়াহু
চলমান মহামারির মধ্যে ইসরায়েলে সফরে কেন যাচ্ছেন, এক সংবাদ ব্রিফিংয়ে নেতানিয়াহুকে সাংবাদিকরা এমন প্রশ্ন করলে তিনি এ সময় বলেন, ‘করোনাভাইরাস লকডাউনের কারণে এর আগে দুইবার আমরা এই সফর স্থগিত করেছি।’
বিজ্ঞাপন
টুইটারে সরাসরি সম্প্রচারিত ওই ব্রিফিংয়ে নেতানিয়াহু আরও বলেন, ‘এই সফরের নিরাপত্তা, জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্ব ব্যাপক। কিন্তু আমার অনুরোধে এই সফর সংক্ষিপ্ত করে তিন দিন থেকে কমিয়ে তিন ঘণ্টায় নামানো হয়েছে।’
নেতানিয়াহু বলেছেন, আবুধাবি ছাড়াও অল্প সময়ের জন্য তার বাহরাইন সফরে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে তিনি এ সফরের নির্দিষ্ট কোনো দিনক্ষণ জানাননি। তবে ইসরায়েলের গণমাধ্যমগুলো জানাচ্ছে, আগামী ৯ ফেব্রুয়ারি এ সফর হতে পারে।
এএস