‘সব বয়সীদের জন্য সমান কার্যকর অক্সফোর্ডের টিকা’
জ্যেষ্ঠ বা প্রবীণ মানুষদের দেহে করোনাভাইরাস প্রতিরোধ ক্ষমতা গঠনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার টিকার কার্যকারিতা বেশ সন্তোষজনক বলে প্রমাণ পেয়েছেন বিশেষজ্ঞরা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাম্প্রতিক এক মন্তব্যের প্রতিক্রিয়ায় বুধবার এ তথ্য জানিয়েছেন এই টিকার ট্রায়াল বিভাগের প্রধান অ্যান্ড্রু পোলার্ড।
সম্প্রতি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার কার্যকারিতার প্রসঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মন্তব্য করেছেন- যাদের বয়স ৬৫র উর্ধ্বে, তাদের দেহে করোনা প্রতিরোধী ক্ষমতা গঠনে এই টিকা ‘আধাআধি কার্যকর’।
বিজ্ঞাপন
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে পোলার্ড বলেন, ‘তিনি (ম্যাক্রোঁ) আসলে ঠিক কি বোঝাতে চেয়েছেন তা আমার কাছে স্পষ্ট হয়নি; আর এটি সত্য যে বিভিন্ন বয়সী যেসব মানুষকে টিকা দেওয়া হয়েছে, বয়সভেদে এই টিকার কার্যকারিতার ফলাফল বিষয়ক খুব বেশি তথ্যও আমাদের কাছে নেই।’
‘কিন্তু আমাদের কাছে তথ্য যা রয়েছে, সেগুলো বলছে দেহে করোনা প্রতিরোধী শক্তি গড়ে তোলার ক্ষেত্রে তরুণ এবং বয়স্ক- উভয় ব্যাক্তির ক্ষেত্রে এই টিকা সমানভাবে কার্যকর। টিকা প্রস্তুতের সঙ্গে জড়িত বিজ্ঞানীরাও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্তে পৌঁছেছেন।’
বিজ্ঞাপন
সম্প্রতি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। অনুমোদনপত্রে বলা হয়েছে, জরুরি প্রয়োজেনে সব বয়সীদের ক্ষেত্রেই এই টিকা ব্যবহার করা যাবে। তবে ফ্রান্সের স্বাস্থ্য বিভাগর শীর্ষ কর্মকর্তারা দেশটিতে যাদের বয়স পয়ষট্টির কম, শুধু তাদের ক্ষেত্রেই এই টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছেন।
সূত্র: এনডিটিভি
এসএমডব্লিউ