জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য রাশিয়ার স্পুটনিক-৫ করোনা টিকার অনুমোদন দিয়েছে মেক্সিকো। যুক্তরাজ্যের চিকিৎসা সাময়িকী ল্যানসেটের নিবন্ধে স্পুটনিক-৫ এর কার্যকারিতা ৯১ শতাংশ বলে উল্লেখ করার পর এই অনুমোদন দিল মেক্সিকোর কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা কফপ্রাইস।

গত সপ্তাহেই মেক্সিকোর উপস্বাস্থ্যমন্ত্রী হুগো লোপেজ গ্যাটেল জানিয়েছিলেন, আগামী কয়েকদিনের মধ্যে রাশিয়ার করোনা টিকার অনুমোদন দিতে যাচ্ছে সরকার। এরপর মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মেক্সিকোর করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহারের জন্য রাশিয়ার গামালিয়া এপিডেমোলজি এবং মাইক্রোবায়োলজি সেন্টারের তৈরি টিকা স্পুটনিক-৫ সরকারের অনুমোদন পেয়েছে।’

স্পুটনিক-৫ টিকার তৃতীয় ধাপের ট্রায়ালে(মানবদেহে টিকার পরীক্ষামূলক প্রয়োগ) অংশ নিয়েছেন এমন ২০ হাজার স্বেচ্ছাসেবকের কাছ থেকে পাওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে সম্প্রতি একটি নিবন্ধ প্রকাশ করেছে ল্যানসেট। ওই নিবন্ধে বলা হয়েছে, গড় হিসেবে স্পুটনিক-৫ এর কার্যকারিতা ৯১ শতাংশ বলে প্রমাণিত হয়েছে এবং ষাটোর্ধ মানুষদের ক্ষেত্রে এই টিকার কার্যকারিতা দেখা গিয়েছে ৯১.৮ শতাংশ। হুগো লোপেজ গ্যাটেল বলেন, ‘ল্যানসেটের নিবন্ধ আমলে নিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।’

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক টেলিফোন আলাপের পর গত সপ্তাহে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর বলেছিলেন, রাশিয়া মেক্সিকোকে ২ কোটি ৪০ লাখ ডোজ স্পুটনিক-৫ টিকা দিতে সম্মত হয়েছে।

মঙ্গলবারের সংবাদ সম্মেলনে মেক্সিকোর উপস্বাস্থমন্ত্রী এ তথ্য জানিয়ে বলেন, ফেব্রুয়ারি এবং এপ্রিলে টিকার প্রথম চালান হিসেবে ৭০ লাখ ৪০ হাজার ডোজ মেক্সিকোতে পাঠাবে রাশিয়া। এরপরের চালান আসবে মে নাগাদ।  

গত ২৪ ডিসেম্বর ফাইজার-বায়োএনটেকের টিকা দিয়ে দেশব্যাপী গণটিকাদান কর্মূসূচি শুরু করে মেক্সিকো; কিন্তু ইউরোপে টিকার যোগান দিতে গিয়ে মেক্সিকোতে ফাইজার-বায়োএনটেকের সরবরাহে টান পড়ায় চীনের ক্যানসিনো এবং অ্যাস্ট্রাজেনেকার টিকা ব্যবহার করে এই কর্মসূচি চালিয়ে যাচ্ছে মেক্সিকো সরকার।

মেক্সিকোয় করোনায় এখন পর্যন্ত করোনা সংক্রমণের শিকার হয়েছেন ১৮ লাখের বেশি মানুষ, মারা গেছেন ১ লাখ ৬০ হাজার। করোনায় মৃত্যুর তালিকায় দেশটির অবস্থান এখন বিশ্বে তৃতীয়। এ তালিকায় মেক্সিকোর ওপরে রয়েছে শুধু ব্রাজিল ও যুক্তরাষ্ট্র। সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরও করোনায় আক্রান্ত হয়েছেন।

মেক্সিকোর আগে বিশ্বের বেশ কয়েকটি দেশ স্পুটনিক-৫ টিকা ব্যবহার করার অনুমোদন দিয়েছে। এগেুলোর মধ্যে ভেনেজুয়েলা, ইরান, দক্ষিণ কোরিয়া, আর্জেন্টিনা, আলজেরিয়া, তিউনিসিয়া ও পাকিস্তান উল্লেখযোগ্য।

সূত্র: আরটি 

এসএমডব্লিউ