জাপানে মাঝারি মাত্রার ভূমিকম্প
মাঝারি মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে দ্বীপরাষ্ট্র জাপানের পূর্বাঞ্চলে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৪টা ৪২ মিনিটে হওয়া এই ভূমিকম্পের খবর নিশ্চিত করেছে দেশটির আবহাওয়া বিষয়ক সংস্থা।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৬। এর মূল কেন্দ্র ছিল রাজধানী টোকিও’র উত্তরে ইবারাকি এলাকায়।
বিজ্ঞাপন
দেশটির আবহাওয়া বিষয়ক সংস্থা আরও জানিয়েছে, ইবারাকি ছাড়াও আশপাশের শহর নোডা, কাসুকাবে, ইয়োশিকাওয়া, উশিকু, তোরিদে, আবিকো এবং সুকুবাতে এই ভূকম্পন অনুভূত হয়েছে।
তবে এই মাত্রার ভূমিকম্পের কারণে সুনামির সম্ভাবনা নাকচ করেছে আবহাওয়া বিষয়ক সংস্থা। এখন পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।
বিজ্ঞাপন
এর আগে নভেম্বরের শেষদিকে এই ইবারাকি প্রিফেকচারেই ৫.৮ মাত্রার একটি ভূকম্পন অনুভূত হয়। ওইদিন সন্ধ্যার অনুভূত হওয়া ওই ভূমিকম্পেও কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে জাপান টাইমস।
সূত্র: রয়টার্স/ ভলকানো ডিসকোভারি
এসএমডব্লিউ