আঠারো মাস পর ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যে ফের চালু করা হলো ফোর জি মোবাইল ইন্টারনেট সেবা। রাজ্য প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তা রোহিত কনসাল শুক্রবার এক টুইটবার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

টুইটবার্তায় রোহিত কনসাল বলেন, ‘জে অ্যান্ড কের(জম্মু ও কাশ্মির) সমস্ত এলাকায় ফোর জি মোবাইল ইন্টারনেট সেবা পুনরায় চালু করা হয়েছে।’ ২০১৯ সালের ৫ আগস্ট ভারতের সংবিধানের ৩৭০ নম্বর ধারা বিলোপের মাধ্যমে জম্মু ও কাশ্মির রাজ্যের ‘বিশেষ মর্যাদা’ বাতিলের প্রেক্ষিতে সৃষ্ট বিক্ষোভ দমনের অংশ হিসেবে ফোর জি ইন্টারনেট মোবাইল সার্ভিস স্থগিতে আদেশ দিয়েছিল ভারতের কেন্দ্রীয় সরকার, যা বিশ্বের দীর্ঘতম ইন্টারনেট স্থগিতাদেশ হিসেবে ইতোমধ্যে স্বীকৃতি পেয়েছে।

সংবিধানের ৩৭০ ধারা বিলোপের মাধ্যমে স্বায়ত্বশাসনের ‘বিশেষ মর্যাদা’ বাতিলের পাশাপাশি জম্মু ও কাশ্মির এবং লাদাখ – এই দুই ভাগে ভাগ করা হয় জম্মু ও কাশ্মির রাজ্যকে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ শুরু ওই রাজ্যে এবং তা দমন করতে কঠোর অভিযান শুরু করে কেন্দ্রীয় সরকার। রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং ওমর আব্দুল্লাহকে গৃহবন্দি করা হয়, আটক ও গ্রেফতার করা হয় কয়েক হাজার বিক্ষোভকারীকে।

বিক্ষোভ যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য তখন স্থগিত করা হয়েছিল ইন্টারনেট সেবা। এ প্রসঙ্গে সরকারের কর্মকর্তারা তখন বলেছিলেন, বিক্ষোভকারীরা ইন্টারনেটের অপব্যাবহার করে সেখানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছেন- এমন অভিযোগের প্রেক্ষিতেই এই পদক্ষেপ নিতে ‘বাধ্য’ হয়েছে প্রশাসন।

এ নিয়ে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে মামলা হয়। মামলার শুনানিতে আদালত ইন্টারনেট সেবা চালু করার আদেশ দিলে প্রথম পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট ও থ্রি জি মোবাইল ইন্টারনেট সেবা চালু করে প্রশাসন। এরপর শুক্রবার তুলে নেওয়া হলো ফোর জি ইন্টারনেট মোবাইল সেবা চালু বিষয়ক নিষেধাজ্ঞা।

সূত্র: এনডিটিভি

এসএমডব্লিউ