উগ্রবাদে সমর্থনের শাস্তি পেলেন মার্কিন আইনপ্রণেতা
উগ্রবাদী গোষ্ঠীর যড়যন্ত্র তত্ত্বের প্রচারণা চালানো ছাড়াও ডেমোক্র্যাটদের বিরুদ্ধে সহিংসতায় উসকানির অভিযোগে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের রিপাবলিকানদলীয় এক নারী আইনপ্রণেতাকে শাস্তি দেওয়া হয়েছে। ভোটাভুটির মাধ্যমে কংগ্রেসের দুটি কমিটি থেকে বহিস্কার করা হয়েছে তাকে। খবর ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসির।
গত নভেম্বরের নির্বাচনে জয়ী হয়ে মার্কিন কংগ্রেসে আসা এই আইনপ্রণেতা হলেন মারজোরি টেইলর গ্রিন। ভোটের আগে তিনি উগ্রবাদী গোষ্ঠী কিউঅ্যাননের ভিত্তিহীন ষড়যন্ত্র তত্ত্বের প্রচারণা ছাড়াও বিরোধী ডেমোক্র্যাটদের বিরুদ্ধে সহিংসতার উসকানি ও সমর্থন দিয়েছিলেন। তাই তার এই শাস্তি।
বিজ্ঞাপন
কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে তাকে ভোটাভুটি শুরু হওয়ার আগে অবশ্য ওই আইনপ্রণেতা তার অবস্থানের জন্য অনুশোচনাও প্রকাশ করেন। তিনি যেসব ষড়যন্ত্র তত্ত্বের সমর্থনে কথা বলেছিলেন, এরমধ্যে স্কুলে গোলাগুলি এবং নাইন ইলেভেনের (৯/১১) মতো ঘটনাকে মঞ্চস্থ (সাজানো নাটক) বলে দাবি করা হয়।
রিপাবলিকান টেইলর গ্রিনকে কংগ্রেসেরে দুই কমিটি থেকে বাদ দেওয়ার জন্য হওয়া ভোটের পক্ষে শুধু ডেমোক্র্যাটরাই সমর্থন দেননি, রিপাবলিকানরাও ছিলেন ওই দলে। তাকে ওই প্রস্তাব পাস হয় ২৩০-১৯৯ ভোটে।
বিজ্ঞাপন
এর অর্থ দাঁড়াচ্ছে কংগ্রেসেওম্যান টেইলর গ্রিন কংগ্রেসের শিক্ষা ও বাজেট কমিটি থেকে বহিস্কৃত হয়েছেন। গত নভেম্বরের নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যের একটি ডিস্ট্রিক্ট থেকে প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি।
মার্কিন কংগ্রেসে অর্থাৎ পার্লামেন্টারি পদ্ধতিতে বেশিরভাগ আইন কংগেসে উত্থাপনের আগে হাউস কমিটিতে যায়। মূলত কংগ্রেসের কমিটির পদমার্যাদা অনুযায়ী দেশটির একেকজন আইনপ্রণেতার দলে বিচার করা হয়।
গত নির্বাচনে হেরেছেন রিপাবলিকানদলীয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকানরা উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণও হারিয়েছে। ফলে দলীয় আইনপ্রণেতার এমন শাস্তি দলটির জন্য আরেকটি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
এএস