বিশ্বের ক্ষুদ্রতম সরীসৃপ মাদাগাস্কারে
বিশ্বের ক্ষুদ্রতম সরীসৃপ ব্রুকেসিয়া নানা
পূর্ব আফ্রিকার উপকূলবর্তী দেশ মাদাগাস্কারে অতি ক্ষুদ্র এক প্রজাতির গিরগিটির সন্ধান পাওয়া গেছে। আকারে সূর্যমূখী ফুলের বীজের সমান এই গিরগিটিকে বর্তমান বিশ্বে টিকে থাকা সরীসৃপগুলোর মধ্যে ক্ষুদ্রতম বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
সম্প্রতি মাদাগাস্কারের গভীর অরণ্য থেকে এ রকম একজোড়া গিরগিটি উদ্ধার করা হয়েছে। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ব্রুকেসিয়া নানা (ক্ষুদ্র গিরগিটি)। উদ্ধারকৃত এই গিরগিটি জোড়ার পুরুষটির লেজ থেকে নাক পর্যন্ত দৈর্ঘ্য মাত্র ২২ মিলিমিটার এবং নারীটির ২৯ মিলিমিটার।
বিজ্ঞাপন
জার্মানির মিউনিক শহরের প্রাণীবিদ্যা গবেষণাগার ব্যাভারিয়ান স্টেট কালেকশন অব জুওলজির বিজ্ঞানীরা জানিয়েছেন, বিশ্বে বর্তমানে টিকে থাকা প্রায় সাড়ে ১১ হাজার সরীসৃপের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রাকৃতির সরীসৃপ হিসেবে এতদিন ব্রুকেসিয়া মাইক্রা নামে এক প্রজাতির গিরগিটিকে মনে করা হতো। ২০১২ সালে মাদাগাস্কারেই এর সন্ধান পাওয়া গিয়েছিল।
তবে এখন তারা নিশ্চিত, জিনগত ভাবে ব্রুকেসিয়া মাইক্রার নিকটাত্মীয় ব্রুকেসিয়া নানা নামের গিরগিটির এই প্রজাতিটিই টিকে থাকা সরীসৃপ প্রজাতিগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্র।
বিজ্ঞাপন
বর্তমানে ওই জঙ্গলে এই প্রজাতির কতগুলো গিরগিটি টিকে আছে, সে সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও বিজ্ঞানীরা অনুমান করছেন, মাদাগাস্কারে যে হারে বনজঙ্গল ধ্বংস করা হচ্ছে, তাতে গভীর অরণ্যে বসবাসে অভ্যস্ত ব্রুকেসিয়া নানার সংখ্যা খুব বেশি নয়।
জার্মানির হামবুর্গের প্রাকৃতিক ইতিহাস গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী অলিভার হলিৎসেক এ বিষয়ে বলেন, ‘মাদাগাস্কারের যে অংশে এই গিরগিটির সন্ধান পাওয়া গেছে, দুর্ভাগ্যবশত সেখানে ব্যাপকমাত্রায় বন ধ্বংস চলছিল। তবে বর্তমানে এ বিষয়ে দেশটির সরকারের সঙ্গে কথা বলেছে জার্মান সরকার। মাদাগাস্কার সরকার আশ্বাস দিয়েছে, সেখানকার জীববৈচিত্র্যের বিষয়টি বিবেচনায় রেখেই তারা কাজ করবেন।’
সূত্র: দ্য গার্ডিয়ান
এসএমডব্লিউ