অং সান সু চির অস্ট্রেলীয় অর্থনৈতিক উপদেষ্টা ম্যাকুয়ারি ইউনিভার্সিটির অধ্যাপক সিন টার্নেলকে আটক করেছে মিয়ানমার সেনাবাহিনী

সামরিক অভ্যুত্থানের পর প্রথম বিদেশি নাগরিক হিসেবে মিয়ানমারের বেসামরিক নেত্রী অং সান সু চির একজন অস্ট্রেলীয় অর্থনৈতিক উপদেষ্টাকে আটক করেছে দেশটির সেনাবাহিনী। শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে ওই উপদেষ্টা বলেছেন, সামরিক অভ্যুত্থানের সময় দেশটির সামরিক বাহিনী তাকে আটক করে।

অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলে নেওয়া নতুন জান্তা সরকারের হাতে প্রথম বিদেশি নাগরিক হিসেবে সু চির অস্ট্রেলীয় অর্থনৈতিক উপদেষ্টা ম্যাকুয়ারি ইউনিভার্সিটির অধ্যাপক সিন টার্নেল এই তথ্য নিশ্চিত করেছেন। গত সোমবার মিয়ানমারের সামরিক বাহিনী অভ্যুত্থানের পর দেশটির রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) প্রধান ও ডি-ফ্যাক্টো নেত্রী অং সান সু চি, প্রেসিডেন্ট উইন মিন্ট ও দলটির জ্যেষ্ঠ রাজনীতিকদের আটক করা হয়।

তিনি বলেন, ‘সামরিক অভ্যুত্থানের সময়ই আমাকে আটক করা হয় এবং এরপর সম্ভবত আমার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। কিন্তু আমি এই অভিযোগের ব্যাপারে জানি না।’

অধ্যাপক সিন টার্নেল বলেন, ‘প্রত্যেকেই খুব সুশৃঙ্খল অবস্থায় আছে... তবে আমি অবাধে চলাফেরা করতে পারছি না।’ টার্নেলকে কোথায় আটকে রাখা হয়েছে; সেটি পরিষ্কার নয়। কিন্তু এর আগে তাকে একটি হোটেলে আটকে রাখা হয়েছে বলে বিবিসিকে জানিয়েছিলেন।

সু চির ওই উপদেষ্টার নাম উল্লেখ না করে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারিজ পায়নে বলেন, অস্ট্রেলিয়ার একজন অধ্যাপককে মিয়ানমারের পুলিশ স্টেশনে আটকে রাখার ঘটনায় তার সরকার গভীরভাবে উদ্বিগ্ন। তিনি বলেন, অভ্যুত্থানের সময় অস্ট্রেলীয় এবং অন্যান্য বিদেশি নাগরিকদের আটকের ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে অস্ট্রেলিয়া।

নাম প্রকাশে অনিচ্ছুক এনএলডির একজন জ্যেষ্ঠ নেতা বলেন, অভ্যুত্থানের আগেই অং সান সু চির উপদেষ্টার পদ থেকে টার্নেলকে অব্যাহতি দেয়া হয়েছিল।

শনিবার সকালের দিকে সিন টার্নেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি বলে জানিয়েছে ফরাসী বার্তাসংস্থা এএফপি। টার্নেলের আটকের বিষয়টি অবগত আছে উল্লেখ করে ম্যাকুয়ারি ইউনিভার্সিটি বলেছে, মিয়ানমারে সিন টার্নেলের কাজ এবং তার দ্রুত মুক্তির ব্যবস্থা করতে অস্ট্রেলীয় সরকারের নেওয়া পদক্ষেপে পুরো সমর্থন রয়েছে তাদের।

সূত্র: এএফপি।

এইচএকে/এসএস