বিকন ফার্মাসিউটিক্যালস সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে বেশ কিছু লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম- বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড

পদের নাম- সিনিয়র এক্সিকিউটিভ

পদের সংখ্যা- নির্ধারিত না

কর্মস্থল-  বাংলাদেশের যেকোনো স্থানে

যোগ্যতা-

১। প্রার্থীকে স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে  স্নাতক /স্নাতকোত্তর পাস হতে হবে।

২। বয়স সর্বোচ্চ ৩০ বছর।

৩। সংশ্লিষ্ট খাতে কমপক্ষে ৩-৫ বছরে আভিজ্ঞতা লাগবে

৪। তবে নতুন প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে।

৫। নিয়ন্ত্রক নিরীক্ষা, অভ্যন্তরীণ এবং বাহ্যিক নিরীক্ষা সম্পর্কে জ্ঞান থাকতে হবে।

৬। এমএস অফিসের ব্যবহার জানতে হবে।

৭। সমস্যা সমাধান এবংসৃজনশীল এবং উদ্ভাবনী ধারণা থাকতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা-

১। বেতন আলোচনা সাপেক্ষ

২। টিএ/ডিএ, আকর্ষণীয় ইনসেনটিভ , প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, গ্রুপ ইন্সুরেন্স

৩।উৎসব বোনাস 

আবেদনের প্রক্রিয়া-

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=939377&ln=1&JobKeyword=Beacon%20Pharmaceuticals এই ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ-
২৮ জানুয়ারি, ২০২১

সূত্র- বিডিজসব