জাতীয় সঞ্চয় অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সূচী প্রকাশ
অর্থ মন্ত্রণালয়ের অধীন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সিস্টেম এনালিস্ট পদে মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন । আগামী ৮ ফেব্রুয়ারি, ২০২১ তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার সংশ্লিষ্ট অধিদপ্তরের পরীক্ষা নিয়ন্ত্রক মো নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে মেধাক্রমে মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন ১৮ জন। বিজ্ঞপ্তি অনুসারে উত্তীর্ণ প্রার্থীদের রোলনম্বর হলো-
০০০০০২, ০০০০২৫, ০০০০৩১, ০০০০৪৪, ০০০০৪৭, ০০০০৪৮, ০০০০৪৯, ০০০০৫২, ০০০০৬৯, ০০০০৭০, ০০০০৭৬, ০০০০৭৯, ০০০০৮৬, ০০০০৮৭, ০০০০৮৮, ০০০০৯৩, ০০০০৯৯ ও ০০০১৬৫।
বিজ্ঞাপন
মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মৌখিক পরীক্ষার জন্য নতুন করে কোন প্রবেশপত্র ইস্যু করা হবে না। পরীক্ষা কেন্দ্রে বিজ্ঞপ্তিতে উল্লেখিত সব ধরনের কাগজপত্র সঙ্গে আনতে হবে। অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।
পুরনো প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে http://www.bpsc.gov.bd/ এই ঠিকানায় থেকে সংগ্রহ করে নিতে হবে।
বিজ্ঞপ্তি মতে, কোন প্রার্থীকে মাস্ক ব্যতীত মৌখিক পরীক্ষার বোর্ডে প্রবেশ করতে দেওয়া হবে না।
উল্লেখ্য, চূড়ান্ত নিয়োগ ও নিয়োগ পরবর্তী কার্যক্রম সম্পন্ন করবে সংশ্লিষ্ট অধিদপ্তর ।