রাজধানীর গাবতলী বাগমারী উত্তরপাড়া এলাকার আক্তার হোসেন (৫৬) নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় দারুস সালাম থানায় দায়ের করা মামলায় তিন আসামিকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. আ. বাকের খান, মো. আ. রব ও মো. আবুল হাসেম।

শনিবার (২০ ফেব্রুয়ারি) দারুস সালাম থানার মামলায় তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঈনুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৭ ফেব্রুয়ারি দারুস সালাম থানার ভিকটিম মো. আক্তার হোসেনের ভাড়া বাসার কক্ষে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা প্রবেশ করে হাত-পা বেঁধে গলা, মুখমন্ডল ও মাথায় গুরুতর আঘাত করে হত্যা করে। এরপর কক্ষের দরজা বাইরে থেকে লাগিয়ে সু-কৌশলে পালিয়ে যায়। ওই ঘটনায় দারুস সালাম থানায় একটি মামলা করা হয়।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, ভিকটিম এবং গ্রেপ্তাররা একই মহল্লায় বসবাস করার কারণে পূর্ব পরিচিত ছিল। ঘটনার প্রায় তিন মাস আগে পাশাপাশি ভাড়াটিয়া হিসেবে তারা বসবাস করত। তারা কয়েকদিন আগে বাসা পরিবর্তন করে অন্যত্র চলে যায়। তবে মাঝে মাঝে ভিকটিমের বাসায় আসা যাওয়া করত। ঘটনার প্রায় এক মাস আগে বাকের খান ভিকটিম আক্তার হোসেনের কক্ষ থেকে বিশ হাজার টাকা চুরি করে। পরে তাদের ধারণা হয় ভিকটিমের বাসায় অনেক টাকা পয়সা থাকতে পারে। ওই ধারণার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময়ে গ্রেপ্তাররা ভিকটিম মো. আক্তার হোসেনকে হত্যা করে তার টাকা পয়সা নেওয়ার পরিকল্পনা করে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা ভিকটিমকে হত্যা করে।

টিএইচ/জেডএস