প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন

২০২১ সালের প্রথম কর্ম দিবসে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

রোববার (৩ জানুয়ারি) ভার্চুয়ালি আপিল বিভাগের কার্যক্রমের শুরুতেই প্রধান বিচারপতি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ‘হ্যাপি নিউ ইয়ার’ বলেন। 

এরপর বলেন, আসুন আমরা কাজ শুরু করি।

কার্যতালিকা অনুযায়ী মামলা শুনানির শুরু হলে চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপি নেতা মীর মোহাম্মদ নাসির উদ্দিনকে জামিন দেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি বলেন, মহামারি করোনা পরিস্থিতি বিবেচনা নিয়ে আমরা মীর নাসিরকে জামিন দিচ্ছি।

এ সময় প্রধান বিচারপতির সঙ্গে বেঞ্চে আপিল বিভাগের আরো তিনজন বিচারপতি ছিলেন।

এমএইচডি/ওএফ