কুরুচিপূর্ণ মন্তব্য করায় দুজনের বিরুদ্ধে মেয়র আইভীর মামলা
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সেলিনা হায়াত আইভী
ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে দুজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সেলিনা হায়াত আইভী।
আসামিরা হলেন- প্রদিপ দাস (হিন্দু লিভস মেটারস ফেসবুক ও ইউটিউব চ্যানেলের স্বত্বাধিকারী) ও খোকন সাহা।
বিজ্ঞাপন
সোমবার (৪ জানুয়ারি) ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক আস সামছ জগলুল হোসেনের আদালতে মামলাটি দায়ের করেন তিনি। আদালত তার জবানবন্দি গ্রহণ করে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম শামীম এসব তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, একজন ইউটিউবার তার ইউটিউব চ্যানেল থেকে সেলিনা হায়াত আইভীকে ও তার পরিবারকে নিয়ে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য প্রকাশ ও প্রচারের অভিযোগে মামলাটি করেন আইভী। মামলায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৭, ২৮, ২৯ ৩১ ও ৩৫ ধারায় অভিযোগ করা হয় বলে জানান এ প্রসিকিউটর।
টিএইচ/এফআর