ফাইল ছবি

রাজধানীর মহাখালী কাঁচাবাজারের সামনে ছুরিকাঘাতে কিশোর আরিফ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এরা হলেন, মুছা মৃদা ও উজ্জ্বল মিয়া। 

সোমবার (৪ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা (জিআর) এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, সোমবার মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাজীব তালুকদার আসামিদের আদালতে হাজির করেন। একইসঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ৩ জানুয়ারি জহিরুল ইসলাম জনিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত।

মামলার এজাহারে বলা হয়, শুক্রবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মহাখালী কাঁচাবাজারের সামনে নেশাজাত দ্রব্য (ড্যান্ডি) খাওয়া নিয়ে জনির সঙ্গে হাসান ও সোহাগের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জনিসহ তার সহযোগীরা হাসান ও সোহাগকে ইট দিয়ে এলোপাথাড়ি আঘাত করে মাথা ফাটিয়ে দেয়। এরপর জনৈক সোহেল মহাখালী সাততলা বস্তিতে আহত হাসানের ভাই রবিনকে খবর দিলে ঘটনার ভিকটিম আরিফসহ প্রায় ছয়-সাত জন মহাখালী কাঁচাবাজারের সামনে গিয়ে জনি ও তার সহযোগীদের মারধর শুরু করে। এ সময় জনি ছুরি দিয়ে ভিকটিম আরিফের বুকে আঘাত করে পালিয়ে যায়।

পরে মুমূর্ষু অবস্থায় আরিফকে উদ্ধার করে মেট্রোপলিটন হাসপাতাল নিয়ে জাওয়া হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যেতে বলেন। সেখানে যাওয়ার কিছুক্ষণ পরই আরিফের মৃত্যু হয়। ওই ঘটনায় নিহত আরিফের বাবা বাদী হয়ে বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

টিএইচ/এমএইচএস