সাংবাদিক আফজালের বিরুদ্ধে মামলা প্রত্যাহার চায় সিআরইউ
সাংবাদিক আফজাল হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ও মানহানির অভিযোগে দায়ের হওয়া মামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা কোর্ট রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ)। একইসঙ্গে সংগঠনটি মামলা দুটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানায়।
রোববার (৩০ মে) সিআরইউ-এর সভাপতি হাসিব বিন শহিদ ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান।
বিজ্ঞাপন
বিবৃতিতে বলা হয়, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সাবেক সাংগঠনিক সম্পাদক ও সময় টিভির সিনিয়র সাংবাদিক আফজাল হোসেন তার প্রতিবেদন তৈরি করেন। এখানে তার ব্যক্তিগত কোনো মতামত, বক্তব্য প্রচারিত হয়নি। বরং তিনি সাংবাদিকতার বস্তুনিষ্ঠতা বজায় রেখেই প্রতিবেদনটি তৈরি করেছেন। সাংবাদিক আফজালের বিরুদ্ধে হয়রানিমূলকভাবে মামলা করা সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের নীতির বিরোধিতা।
বিবৃতিতে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে আফজাল হোসেন সংবাদের বস্তুনিষ্ঠতা বজায় রেখে সুনামের সঙ্গে সাংবাদিকতা চর্চা করছেন। কিন্তু গণমাধ্যমের স্বাধীনতাকে গলা চেপে ধরার প্রয়াসে সাংবাদিক তার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করা হয়েছে। এ ঘটনায় ঢাকা নিম্ন আদালতের সাংবাদিকদের সংগঠন সিআরইউ তীব্র নিন্দা ও প্রতিবাদের জানায়। পাশাপাশি অবিলম্বে মামলা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, আদালতের একজন কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির প্রতিবেদন করায় ডিজিটাল নিরাপত্তা আইন ও মানহানির অভিযোগে সাংবাদিক আফজাল হোসেনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়। নোয়াখালী আদালতের নাজির আলমগীর হোসেন গত ১১ মে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। তার আগে ৫ মে নোয়াখালীর প্রথম যুগ্ম জেলা জজ আদালতে একই ব্যক্তি ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে মামলা করেন। আফজাল হোসেনসহ সময় টিভির তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা দুটি করা হয়।
টিএইচ/এমএইচএস