উত্তরায় গৃহকর্মী নির্যাতনের ঘটনায় তরুণী কারাগারে
রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টরে এক গৃহকর্মীকে (১৮) নির্যাতনের ঘটনায় গৃহকর্তার মেয়ে শিক্ষানবিশ আইনজীবী তানজিনা রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শনিবার (১২ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
সূত্র জানায়, এদিন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক কাঞ্চন রায়হান আসামিকে আদালতে হাজির করেন। একইসঙ্গে মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে আসামি তানজিনাকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তিনি। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।
শুক্রবার (১১ জুন) দুপুরে রাজধানীর উত্তরায় এক গৃহকর্মীর গায়ে গরম পানি ঢেলে নির্যাতনের খবর জানতে পারে ৯৯৯। পরে ওই গৃহকর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করে পুলিশ।
বিজ্ঞাপন
৯৯৯ এর পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার দুপুর সাড়ে ১২টায় ঢাকার উত্তরার ৯ নম্বর সেক্টরের ৭সি সড়কের ২০ নম্বর বাড়ি থেকে একজন কলার ফোন করে জানান, বাড়িটিতে এক নারী গৃহকর্মীকে প্রচণ্ড মারধর করে একটি ঘরে আটকে রাখা হয়েছে। তার শরীরে গরম পানিও ঢালা হয়েছে। কলার জানান, তিনি প্রতিবেশী এবং আটক গৃহকর্মীর আর্তনাদ ও কান্নার আওয়াজ শুনেছেন।
৯৯৯ থেকে তাৎক্ষণিক উত্তরা পশ্চিম থানায় জানিয়ে এ বিষয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়। সংবাদ পেয়ে উত্তরা পশ্চিম থানার একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায় এবং গুরুতর আহত গৃহকর্মীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে পাঠায়। নির্যাতনের অভিযোগে গৃহকর্তার মেয়ে তানজিনা রহমানকে (২৪) আটক করে থানায় আনা হয়।
টিএইচ/আরএইচ