রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে মাদকসহ গ্রেফতার নাইজেরিয়ার চার নাগরিকের রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

বুধবার (২৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ শুনানি শেষে এ আদেশ দেন। আসামিরা হলেন-ওকাফোর উগোচুকউ প্রিন্সওয়েল, অনায়ানউ ওলুচিজুললেট, উডেজোবিনা রুবেন ও মিস্টার পিটার। আদালতের পল্লবী থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বুধবার মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক সোহেল সিকদার আসামিদের আদালতে হাজির করেন। একইসঙ্গে প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ডের আবেদন করেন। বিচারক রিমান্ড ও জামিনের আবেদন নামুঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মঙ্গলবার পল্লবী থানার কালশী এলাকা থেকে চার নাইজেরিয়ানকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১২ বোতল বিদেশি মদ, পাঁচ বোতল হুইস্কি, বিয়ার উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য এক লাখ ২০ হাজার টাকা।

টিএইচ/আরএইচ