বাউল শিল্পী রিতা দেওয়ানের জামিন
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় জামিন পেয়েছেন বাউল শিল্পী রিতা দেওয়ান।
বুধবার (১৩ জানুয়ারি) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস্সামছ জগলুল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে জামিনের আদেশ দেন আদালত।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট ট্রাইবুনাল পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম শামীম এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত বছরের ২ ফেব্রুয়ারি বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস্সামছ জগলুল হোসেনের আদালতে এডভোকেট ইমরুল হাসান ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। এরপর বিচারক পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
পরে পিবিআইয়ের প্রতিবেদন আমলে নিয়ে রিতা দেওয়ানসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন একই আদালত।
বিজ্ঞাপন
মামলার অভিযোগে বলা হয়, ‘গত বছরের ৩১ জানুয়ারি ফেসবুক, ইউটিউবে দেখতে পান রিতা দেওয়ান একটি পালা গানের আসরে প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে মহান আল্লাহ তাআলাকে নিয়ে চরম ধৃষ্টতা, অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। যা ধর্মীয় অনুভূতিতে আঘাত, ধর্মীয় বিশ্বাস নষ্ট করার অভিপ্রায়ে স্বেচ্ছায়, স্বজ্ঞানে, বিদ্বেষাত্মকভাবে উচ্চস্বরে এমন আচরণ করেছেন। যা বাদীসহ মানুষের অনুভূতিতে কঠোরভাবে আঘাত করেছে।’
টিএইচ/ওএফ