স্ত্রী হত্যার অভিযোগে স্বামী রবিউলের রিমান্ড
ফাইল ছবি
রাজধানীর মিরপুরে উত্তর কালশীর সিরামিক কারখানায় স্ত্রী সেলিনা খাতুনকে জবাই করে হত্যার অভিযোগে স্বামী রবিউল হোসেনের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১২ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া রিমান্ডের এ আদেশ দেন।
বিজ্ঞাপন
এর আগে মঙ্গলবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক অনয় চন্দ্র আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
সোমবার (১১ জানুয়ারি) সকালে পারিবারিক বিষয় নিয়ে সেলিনা ও রবিউলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে রবিউল স্ত্রীকে জবাই করে হত্যা করেন। পালানোর সময় রবিউলকে তার ছেলে আটক করে পুলিশে ধরিয়ে দেন।
বিজ্ঞাপন
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পল্লবী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক নায়মা ইসলাম জানান, রবিউল ও তার স্ত্রী সেলিনা উত্তর কালশীর সিরামিক কারখানায় কাজ করতেন। সোমবার সকালে পারিবারিক বিষয় নিয়ে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রবিউল উত্তেজিত হয়ে সেলিনাকে জবাই করে হত্যা করেন। পালানোর সময় রবিউলকে তার ছেলে আটকে রাখেন। পরে তিনি নিজে ফোন দিয়ে বাবাকে পুলিশের হাতে তুলে দেন।
এ ঘটনায় সেলিনার ছেলে বাদী হয়ে বাবার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।
টিএইচ/এমএইচএস