শিশুখাদ্যে রং: লালবাগে গ্রেফতার দুই
চকলেট, আইসক্রিম, ললিপপের মতো খাবার আগ্রহ নিয়ে খায় কোমলমতি শিশুরা। এসবেও ভেজাল দিতে পরোয়া করছে না কিছু অসাধু ব্যবসায়ী। ভেজাল শিশুখাদ্য উৎপাদনের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (১৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর লালবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বিএসটিআই-এর সহযোগিতায় অভিযান শুরু করে র্যাব-৩ এর একটি দল। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।
বিজ্ঞাপন
অবৈধভাবে ক্ষতিকর রং ও মোম দিয়ে চকলেট, আইসক্রিম, ললিপপসহ নানা ধরনের শিশুখাদ্য তৈরি এবং বাজারজাত করায় সুবেল লজেন্স ফ্যাক্টরির ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু ঢাকা পোস্টকে বলেন, মোম, ক্ষতিকর পাউডার ও ইন্ড্রাস্ট্রিয়াল রং ব্যবহার করে ললিপপ, আইসক্রিমসহ বিভিন্ন শিশুখাদ্য তৈরি ও বাজারজাত করে আসছে সুবেল লজেন্স ফ্যাক্টরি। এছাড়া ওই কারখানা থেকে মানহীন ও মেয়াদোত্তীর্ণ গ্লুকোজ জব্দ করা হয়েছে।
বিজ্ঞাপন
অভিযান এখনও অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
জেইউ/এইচকে