শপথ নিলেন পিএসির নতুন দুই সদস্য
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নতুন নিয়োগপ্রাপ্ত অধ্যাপক ডা.উত্তম কুমার সাহা এবং প্রকৌশলী জাহিদুর রশিদ শপথ নিয়েছেন।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি তাদের শপথ বাক্য পাঠ করান।
বিজ্ঞাপন
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর।
গত ২১ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে জানিয়েছে, অন্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে অধ্যাপক ডা. উত্তম কুমার সাহাকে রাষ্ট্রপতি ওই পদে নিয়োগ দেন।
বিজ্ঞাপন
আর নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের নির্বাহী পরিচালক (প্রকৌশল) জাহিদুর রশিদকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ দিয়ে ২৫ জানুয়ারি আদেশ জারি করা হয়্।
মো. সোহরাব হোসাইন পিএসসির চেয়ারম্যান। নতুন দুই সদস্যসহ পিএসির সদস্য সংখ্যা দাঁড়ালো ১৪ জনে।
এমএইচডি/জেডএস