সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দৃষ্টিনন্দন শেড পেলেন মুচিরা
দৃষ্টিনন্দন শেড পেয়ে খুশি তারা/ ছবি: ঢাকা পোস্ট
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুচিদের জন্য দৃষ্টিনন্দন আলাদা শেড নির্মাণ করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
সমিতির মূল ভবনের উত্তর পার্শ্বের দেয়াল ঘেঁষে নির্মিত এই শেডে বসে ৮ জন মুচি জুতা পালিশের কাজ করতে পারবেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) নবনির্মিত শেড উদ্বোধন করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন ও সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এ সময় আইনজীবী সমিতির কার্য নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যত্রতত্র, বিশেষ করে উত্তর দিকের প্রবেশদ্বারে জুতা পালিশকারীরা দীর্ঘদিন ধরে বিক্ষিপ্তভাবে বসে সেবা দিয়ে আসছিলেন। কিন্তু অব্যবস্থাপনার জন্য বারের সৌন্দর্যহানি ঘটছিল। অথচ তারা আমাদের প্রাত্যহিক জীবনের অংশ। কাজেই তাদের পেশা পরিচালনা ও বারের সৌন্দর্য্য বৃদ্ধির অংশ হিসেবে সমিতির পক্ষ থেকে আলাদা শেড নির্মাণ করা হয়েছে। আজ এটা আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে।
কাজের জন্য সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ পেয়ে খুশি জুতা পালিশকারী ঠাকুর ধন ঋষি, ফনিভূষণ রামপাল, মনি ঋষিসহ অন্যান্যরা। আইনজীবী সমিতির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান তারা।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সুপারিন্টেন্ডেন্ট রবিউল ইসলাম বলেন, সারাজীবনের জন্য মুচিরা এখানে বসবে। কোনো ফি দিতে হবে না। লটারির মাধ্যমে বসার জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
এমএইচডি/এফআর