হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ৭ কেজি ২৯০ গ্রাম সোনাসহ গ্রেপ্তার সরোয়ার উদ্দিন নামের এক যাত্রী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

এদিন বিমানবন্দর থানার মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। একইসঙ্গে আসামি সরোয়ার স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২২ জানুয়ারি পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলা সূত্রে জানা যায়, গত ২১ জানুয়ারি ঢাকা কাস্টম হাউসের কাছে আসা গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে প্রিভেন্টিভ টিমের কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকেন। ওইদিন বেলা ১১টায় মাসকাট থেকে আসা বিএস৩২২ নম্বর ফ্লাইটের যাত্রী সরোয়ার উদ্দিনের কাছে থাকা কালো রঙের ছোট একটি ব্যাগ থেকে মোট ৬২টি সোনার বার ও ৯৮ গ্রাম সোনার অলঙ্কার পাওয়া যায়। এগুলোর ওজন ৭ কেজি ২৯০ গ্রাম। এসব সোনার বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়। 


টিএইচ/জেডএস