হাইকোর্টের ফাইল ছবি

মানবতাবিরোধী অপরাধের মামলায় নীলফামারীর একরামুল হককে জামিন দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন। রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন।

আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন জানান, নীলফামারীর এ মামলায় মোট আসামি ছিলেন ৯ জন। এর মধ্যে একজন মারা গেছেন। বাকি আট জনের মধ্যে ৪ জন গ্রেফতার রয়েছেন। এ চারজনের মধ্যে আসামি একরামুল হক (৭৮) ইউরোলজি বিষয়ক সমস্যা নিয়ে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসার যুক্তিতে আবেদনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন শর্তে তাকে জামিন দিয়েছেন আদালত। এ মামলাটি বর্তমানে অভিযোগ গঠনের জন্য ৭ জানুয়ারি দিন ধার্য রয়েছে।

এমএইচডি/এসএম