সুপ্রিম কোর্টের সংগৃহীত ছবি

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি। আগামী সোমবার (০৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় এ সভা অনুষ্ঠিত হবে।

শনিবার (০৫ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের স্বাক্ষরে গত ৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) দেওয়া নোটিশে বলা হয়, উপযুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে আগামী সোমবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে।

সভায় উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণ করার জন্য প্রধান বিচারপতির নির্দেশক্রমে সবিনয়ে অনুরোধ করা হয় বলে নেটিশে উল্লেখ করেন রেজিস্ট্রার জেনারেল।


এমএইচডি/জেডএস