হাইকোর্টের সংগৃহীত ছবি

দেশের কারা হাসপাতালগুলোতে ১৪১টি শূন্যপদের মধ্যে ১১২টিতে চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। অবশিষ্ট ২৯টি শূন্যপদেও পর্যায়ক্রমে চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চে কারা কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

আদালতে কারা কর্তৃপক্ষের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম। রিটের পক্ষে ছিলেন আইনজীবী জে আর খান রবিন।

গত ২৯ জানুয়ারি দেশের কারা হাসপাতালগুলোতে শূন্যপদে চিকিৎসক নিয়োগের নির্দেশ দেন হাইকোর্ট।

রিটকারী আইনজীবী মো. জে আর খান রবিন বলেন, হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে কারা কর্তৃপক্ষ জানিয়েছিল হাসপাতালগুলোতে চিকিৎসকের অনুমোদিত পদ ১৪১টি। এর মধ্যে ৯ জন চিকিৎসক কারা হাসপাতালগুলোতে কর্মরত ছিলেন। পরে আরও ১৫ জন চিকিৎসক সংযুক্ত করা হয়। বাকি ১১৭টি শূন্যপদে দ্রুত চিকিৎসক নিয়োগের নির্দেশ দিয়েছিলেন। এর মধ্যে ১১২ জন চিকিৎসককে নিয়োগ দেওয়া হয়েছে বলে আজ আদালতকে জানানো হয়েছে।

গত ১৪ জানুয়ারি সারাদেশে জরুরিভিত্তিতে কারা হাসপাতালে কতজন চিকিৎসক প্রয়োজন তা কর্তৃপক্ষকে ২৭ জানুয়ারি মধ্যে জানাতে বলা হয়। সে অনুযায়ী বৃহস্পতিবার কারা কর্তৃপক্ষ ১১৭টি শূন্যপদ রয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করে।

কারা বিভাগে ‘সুরক্ষা সেবা বিভাগের ডাক্তার নিয়োগ বিধিমালা-২০১৯’ নামে করা বিধিমালার খসড়া হাইকোর্টে দাখিল করা হয়।

এমএইচডি/জেডএস