ফাইল ছবি

১৩০টি স্বর্ণের বারসহ গ্রেফতার লুৎফর রহমানের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুবকর ছিদ্দিক এই আদেশ দেন।

বিমানবন্দর থানায় করা মামলায় বৃহস্পতিবার দুপুরে তদন্ত কর্মকর্তা এসআই তাজউদ্দিন আহমেদ আসামি লুৎফরকে আদালতে হাজির করেন। একইসঙ্গে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

এ সময় আসামিপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। অপরদিকে, রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ‌্য, মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাত ১১টায় দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে আসা লুৎফর রহমানের শরীরের বিভিন্ন স্থানে লুকানো অবস্থায় ১৩০টি স্বর্ণের বার পাওয়া যায়। এসব স্বর্ণের পরিমাণ প্রায় ১৫ কেজি। এর আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ কোটি ৫০ লাখ টাকা।

লুৎফর রহমানের বাড়ি ময়মনসিংহ জেলায়।

টিএইচ/এফআর