আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২৩ এর দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। ৩১ জানুয়ারি বইমেলার উদ্বোধন করা হবে, চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। এবছরও সেন্ট্রাল পার্কেই অনুষ্ঠিত হবে কলকাতা বইমেলা। 

করোনা আতঙ্ক দূর হতেই চেনা ছন্দে ফিরছে কলকাতা। পূজার আবহ শেষ হতে না হতেই, অন্য উৎসবের প্রস্তুতিতে মেতে উঠছেন সবাই। 

শুধু কলকাতায় নয়, পুরো পশ্চিমবঙ্গজুড়েই শীতকালীন উৎসবের প্রস্তুতি শুরু হয় এখন থেকে। গত দুই বছর করোনাকালে বিধিনিষেধের কারণে উৎসবের আনন্দে ভাটা পড়েছিল। তবে চলতি বছর সবাই যেন উৎসবে মেতেছেন। কলকাতা বইমেলার দিনক্ষণ ঘোষণা হতেই খুশির রেশ ছড়িয়েছে বইপ্রেমীদের মধ্যে। 

উল্লেখ্য, গত বছর একাধিকবার পিছিয়ে গিয়েছিল বইমেলা। শেষ পর্যন্ত অনুষ্ঠিত হলেও একাধিক বিধিনিষেধ ছিল। মাস্ক পরাও বাধ্যতামূলক করা হয়েছিল। তবে চলতি বছরে কোনো নিয়ম জারি করা হবে কি না, তা এখনও জানা যায়নি। 

সূত্র : আজকাল

জেডএস