দক্ষিণ সুদান সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান
চার দিনের সফর শেষে দক্ষিণ সুদান থেকে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি ) তিনি দেশে ফেরেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে জানানো হয়।
আইএসপিআর জানায়, চার দিনের এ সফরে সেনাবাহিনী প্রধান দক্ষিণ সুদানে নিয়োজিত বাংলাদেশ কন্টিনজেন্টসমূহ পরিদর্শন করেন। সেই সঙ্গে তিনি দক্ষিণ সুদান সরকারের প্রতিরক্ষামন্ত্রী এঞ্জেলিনা টেনি, উপ-প্রতিরক্ষা মন্ত্রী চৌল থৌন বালক্, উপ-পররাষ্ট্র মন্ত্রী দেং দাউ দেং মালেক, চিফ অব ডিফেন্স ফোর্স এবং জাতিসংঘ মিশন প্রধানসহ অন্যান্য নেতৃস্থানীয় সামরিক ও বেসামরিক ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন।
বিজ্ঞাপন
সফরকালে সেনাবাহিনী প্রধান দেশটির রাজধানী জুবাতে বাংলাদেশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন কোম্পানি-২১ এবং বাংলাদেশ রিজিওনাল প্রোটেকশন ফোর্স-৫ পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি ইউনাইটেড নেশনস মিশন ইন সাউথ সুদান ফোর্স হেডকোয়ার্টারস পরিদর্শন করেন। সেখানে ভারপ্রাপ্ত ফোর্স কমান্ডার, ফোর্স চিফ অব স্টাফ এবং চিফ মিলিটারি অবজারভার সেনাবাহিনী প্রধানকে মিশন সম্পর্কে ব্রিফিং করেন। এছাড়াও সেনাবাহিনী প্রধান বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট ফোর্স মেরিটাইম ইউনিট (ব্যানএফএমইউ)-৭ পরিদর্শন করেন।
সেনাবাহিনী প্রধান তার সফরে দক্ষিণ সুদানের ওয়াউতে নিয়োজিত বাংলাদেশ পদাতিক ব্যাটালিয়ন (ব্যানব্যাট-৫) পরিদর্শন করেন। তিনি সেখানে ব্যানব্যাট-৫ কর্তৃক নির্মিত বাংলাদেশ-সাউথ সুদান ফ্রেন্ডশিপ ইয়ুথ ক্লাব উদ্বোধন করেন।
বিজ্ঞাপন
এছাড়া সফরকালীন সময়ে তিনি ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২’ উপলক্ষে বাংলাদেশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন কোম্পানি-২১ এর মাঠে নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সফরের শেষ দিন সেনাবাহিনী প্রধান জামবো এলাকায় নিয়োজিত বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স কন্টিনজেন্টের একটি টেম্পোরারি অপারেটিং বেজ (টিওবি) পরিদর্শন করেন। সেখানে কন্টিনজেন্টের ক্যাম্প এবং তাদের চলমান সড়ক মেরামত প্রকল্প ঘুরে দেখেন। এছাড়াও তিনি স্থানীয় জনসাধারণ ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এমএসি/এসকেডি