সোহরাওয়ার্দীতে প্রতিদিন সকাল ৮টা থেকে টিকাদান
রোববার সোহরাওয়ার্দী মেডিকেলে টিকা নেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও তার স্ত্রী
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত টিকা কার্যক্রম চলছে। এ তথ্য জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ডা. মো. খলিলুর রহমান। ঢাকা পোস্টকে তিনি বলেন, গণটিকার প্রথম দিন (রোববার) থেকেই এখানে টিকা কার্যক্রম চলছে। আজ (সোমবার) সকাল ৮টা থেকে টিকাদান শুরু হয়েছে। বেলা আড়াইটা পর্যন্ত টিকা কার্যক্রম চলবে।
রোববার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকা কার্যক্রম উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুরুতে হাসপাতালটির পরিচালক ডা. মো. খলিলুর রহমান টিকা নেন। পরে চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে দুইশ জন করোনাভাইরাসের টিকা নিয়েছেন। তাদের কারও কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। সকলেই ভালো আছেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
যারা নিবন্ধন করছেন তারাই কেবল টিকা নিতে পারবেন উল্লেখ করে ডা. মো. খলিলুর রহমান বলেন, আমাদের এখানে ১০টি বুথ প্রস্তুত করা হয়েছে। সেখানে স্বাস্থ্যকর্মী, সেবিকাসহ চিকিৎসকরা উপস্থিত থাকবেন। টিকা দেয়ার কাজটি যেন সুন্দরভাবে পরিচালিত সে বিষয়ে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
নিজের টিকা নেওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, কোনো সমস্যা হয়নি। খুব ভালো লাগছে যে, দ্রুত সময়ে সুরক্ষা হিসেবে টিকা নিতে পারলাম। এছাড়া হাসপাতালের কর্মীদের দিতে পেরে ভালো লাগছে। এতে সবাই খুশি।
বিজ্ঞাপন
সরেজমিনে দেখা যায়, রোববার বেলা ১২টা থেকে হাসপাতালটির চিকিৎসক থেকে শুরু করে সবাই খুব আনন্দের সঙ্গেই টিকা গ্রহণ করছেন। কেউ টিকা নেওয়ার সময়ে নিজের ছবি তুলে রাখছেন। তাদের মধ্যে কোনো ভয়-ভীতি দেখা যায়নি। বরং সুরক্ষা হিসেবে টিকা নিতে পারায় খুশি তারা।
হাসপাতালটির চিকিৎসক ডা. মো. মুরশিদুর রহমান খান ঢাকা পোস্টকে বলেন, অগ্রাধিকারের হিসেবে স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়ার সিদ্ধান্তটি যথার্থ। এর ফলে আমরা কিন্তু একটা গর্ববোধও করছি।
হাসপাতালটি থেকে রোববার বিকেলে সর্বশেষ টিকা নেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও তার স্ত্রী। এর মাধ্যমে প্রথম দিনের দিনের টিকা কার্যক্রম শেষ হয়। রোববার সকাল ১০টায় স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশব্যাপী করোনা টিকাদান কর্মসূচির প্রথম দিনে ঢাকার ৫০টি হাসপাতালে ৫০টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। মোট ২০৪টি দল ঢাকার টিকাদান পরিচালনা করে। এছাড়া, বিভিন্ন জেলার ৯৫৫টি হাসপাতালে প্রথম দিন টিকা দেওয়া হয়। এতে মোট দুই হাজার ১৯৬টি দল কাজ করে।
একে/এইচকে