বিজিবি আগের চেয়ে সুশৃঙ্খল বাহিনী
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আগের চেয়ে অনেক সুশৃঙ্খল ও দক্ষ বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল সাফিনুল ইসলাম।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় নিহত সেনাকর্মকর্তাদের স্মৃতি প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
বিজিবির ডিজি বলেন, এখন বিজিবিতে সরঞ্জামাদিসহ অন্যান্য সুযোগ-সুবিধাও অনেক বেশি। ২০১০ সালে বিজিবি আইন হয়েছে, যেটা অত্যন্ত কঠোর।
তিনি বলেন, অতীতের বিডিআর আর বর্তমানের বিজিবি এক নয়। ২০০৯ সালে এই হত্যাকাণ্ডের পরে বর্তমান সরকার বিডিআরকে সম্পূর্ণভাবে নতুন করে গঠন করেছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার এক যুগ পার হয়েছে। যাতে করে ২০০৯ সালের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য বিজিবি আইনকে যুগোপযোগী করা হয়েছে। এসব কারণেই বিজিবি এখন সামনের দিকে এগিয়ে যাবে। এছাড়া এ ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি হবে না, ইনশাআল্লাহ।
বিজ্ঞাপন
এমএসি/এইচকে